বুটেক্স ক্যাম্পাসের শিল্পী তাঁরা

বিশ্ববিদ্যালয়ে ক্লাব বা সংগঠনের জন্য থাকে অফিস। তবে সে অফিস পেতে খানিকটা বেগ পেতে হয়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স সাংবাদিক সমিতি তাদের অফিস পায় গত বছর। পুরোনো ভবনে জরাজীর্ণ সাদামাটা রুম, আধুনিকরতার ছোঁয়ার অভাব অনুভব করেন সংগঠনের সদস্যরা। সময়-সুযোগ-অর্থের তাড়নায় গোছাতে পারেনি তাদের অফিস। এবার বিশ্ববিদ্যালয়ের আর্ট ও ফটোগ্রাফিভিত্তিক সংগঠন আর্টেক্স ও বুটেক্স সাংবাদিক সমিতির যৌথ প্রযোজনায় নামানো হয় গ্রাফিতি ডিজাইন প্রতিযোগিতা জার্নালটিজম। অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী। সেরা ডিজাইন বেছে নিয়ে গ্রাফিতি আঁকেন সাংবাদিক সমিতির অফিসে।

আর্টেক্সের লিডার, কো-লিডার ও অন্যান্য সদস্য

ক্যাম্পাসের জরাজীর্ণ দেয়াল রঙিন তাদের হাত ধরে। নানা ধরনের গ্রাফিতি, বর্ণিল সব অলংকরণে রাঙিয়ে তোলেন বুটেক্সের আর্ট ও ফটোগ্রাফিভিত্তিক সংগঠন আর্টেক্স। ইতিমধ্যে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সাড়াও ফেলেছে।

সাংবাদিকতা একটি শিল্প। সেই শিল্পে মুক্ত কলমে গণমাধ্যমে ফুটে ওঠে সমস্যা-অভিযোগ-চাওয়া-পাওয়া। সাংবাদিকতাকে রংতুলির আঁচড়ে জরাজীর্ণ দেয়ালকে বর্ণিল করার চেষ্টা করেছে আর্টেক্সের শিল্পীরা। অফিসের সামনে আঁকা হয়েছে সুন্দর একটি গ্রাফিতি। লেখক, শিল্পী, সাংবাদিকদের চিন্তাশক্তির প্রতিফলন যে কলমের মাধ্যমে প্রকাশ পায়, তা তুলে ধরা হয়েছে গ্রাফিতিতে। পাশে লেখা হয়েছে ‘The pen is the tongue of the mind’.

অফিসের ভেতরে করেছে বৈচিত্র্যময় গ্রাফিতি। সাংবাদিকদের লেখার স্বাধীনতা ফুটিয়ে তোলার জন্য কলম ও মুক্ত পাখি দেখিয়ে আঁকা হয়েছে একটি গ্রাফিতি। টাইপরাইটার মেশিন থেকে পত্রিকায় লেখা প্রকাশ এবং প্রতিবেদন করতে যে ক্যামেরা-বুম প্রয়োজন, তা দেখানো হয়েছে দেয়ালজুড়ে আঁকা গ্রাফিতিতে। সঙ্গে লেখা হয়েছে, ‘Journalism: The art of filling in the spaces’.

পাশে আরেক গ্রাফিতিতে সাংবাদিকদের ক্ষমতা ইঙ্গিত রয়েছে। সুষ্ঠু সুন্দর সাংবাদিকতা যেভাবে সাধারণ জনগণের মুখপাত্র হিসেবে সামনে তুলতে পারে, আবার ভুল সংবাদে জাতির ক্ষতির কারণ হতে পারে। গ্রাফিতির পাশে লেখা আছে, ‘News stories are feature of change, either awareness or deviate’.

উল্লেখ্য, ৪১তম ব্যাচের তরুণের হাত ধরে প্রতিষ্ঠিত সংগঠনটি এর আগে নানা ধরনের কার্যক্রম করে। প্রতিটি ডিপার্টমেন্টের নিজস্ব অ্যামবিগ্রাম, ক্যাম্পাসের বিভিন্ন জাগায় গ্রাফিতি, স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন ও পরিষ্কারকরণ, দেয়ালিকা প্রতিযোগিতা, লোগো অঙ্কন, আলপনা অঙ্কন, ‘নীরবতায় কলরব’ নামে আয়োজনে ২০টির বেশি গ্রাফিতি আঁকাসহ আরও অনেক কার্যক্রম করে। তা ছাড়া ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আঁকা গ্রাফিতিতে তারকা ফুটবল খেলোয়াড়, বিশ্বকাপের মাসকট লা’ইব এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশের পতাকা ইত্যাদি এঁকে ক্যাম্পাস রাঙিয়ে তোলে।

আর্টেক্সের চার লিডার