সরস্বতীপূজার উদ্‌যাপনে মাতল গণ বিশ্ববিদ্যালয়

ছবি: লেখকের পাঠানো

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ক্যাম্পাসে সরস্বতীপূজা উদ্‌যাপনে মেতেছেন গণ বিশ্ববিদ্যালয় (গবি) শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বীদের সংগঠন ‘বাণী অর্চনা’র উদ্যোগে এ আয়োজনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সরস্বতীপূজার এই আনুষ্ঠানিকতা শেষ হবে।

পূজার আয়োজন নিয়ে কয়েক দিন থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ব্যস্ত-আমেজ বিরাজ করছিল। বেশ কয়েক দিন থেকে পূজা উপলক্ষে চাঁদা তোলা, নিমন্ত্রণের কার্ড তৈরি, বিতরণ, মণ্ডপ সাজানোর কাজেই ব্যস্ত ছিল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। গত রাত ধরেই প্যান্ডেল সাজানো, আলোকসজ্জাসহ প্রতিমার জন্য মণ্ডপ সাজানোর কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এর আগে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্র হোস্টেলে গিয়ে সম্মিলিতভাবে উদ্‌যাপনে মিলিত হতেন শিক্ষার্থীরা। এ সম্পর্কে কৃষি অনুষদের শিক্ষার্থী প্রমি রায় বলেন, ‘প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতীপূজা অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত এবং নিরাপদ বোধ করছি। আগে ক্যাম্পাসের বাইরে পূজা হতো, যা বেশি আমেজ সৃষ্টি করত না।’

মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক মৃত্যুঞ্জয় দাস বলেন, ‘এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতীপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে পূজা ৩ নম্বর ছাত্র হোস্টেলে হতো। বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে এই পূজা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’