সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রত্যয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

প্রতিবছর ডিসেম্বরের ৩ তারিখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছর ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে জাতিসংঘের সংস্থাগুলো তথা বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী অফিস, ইউএনডিপি, আইএলও, ইউএন ওমেন, ইউনিসেফ, ইউএনএফপিএ, সাইটসেভার্স ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সেমিনারের আয়োজন করে। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি–বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আক্তার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি–বিষয়ক সাবেক প্রধান সমন্বয়কারী জুয়েনা আজিজ।

সেমিনারে মূল প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন ইউএনডিপির আমিনুল আরিফিন ও সাইটসেভার্সের অয়ন দেবনাথ। মূল প্রবন্ধ সমতাভিত্তিক ও প্রবেশগম্য বাংলাদেশ বিনির্মাণে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে এবং একটি অন্তর্ভুক্তিমূলক, প্রবেশগম্য ও টেকসই সমতার বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন এবং প্রতিবন্ধিতাবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন, তা তুলে ধরে।

সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজি বাংলাদেশের আহ্বায়ক অমৃতা রেজিনা রোজারিও বলেন, প্রতিবন্ধিতাবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ লক্ষ্যে সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগীদের একসঙ্গে আরও জোরালোভাবে কাজ করা প্রয়োজন।

অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর টমো পটিয়ানন, ইউএন ওমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, ইউনিসেফের শিশু সুরক্ষার প্রধান নাতালি ম্যাকলে ও ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক ভার্চ্যুয়ালি যোগ দেন।

মো. আক্তার হোসেন জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সূচক এবং প্রতিবন্ধী অন্তর্ভুক্তির মধ্যে শক্তিশালী সীমাবদ্ধতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি