সাগরপাড়ে উৎসবমুখর ‘কক্সবাজার রান ২০২৩’
পর্যটন নগরী কক্সবাজারকে স্বাস্থ্যকর নগরী হিসেবে বিশ্বের কাছে আরও বেশি পরিচিত করানো ও দৌড়কে জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো ‘কক্সবাজার রান ২০২৩।’
বেটার টুগেদার বাংলাদেশ এর আয়োজনে ১৫ ডিসেম্বর শুক্রবার ভোর সাড়ের ৬টায় লাবণী পয়েন্ট সৈকতের বালিয়াড়ি থেকে শুরু হয় এই দৌড়। এতে স্থানীয় ও দেশ–বিদেশের প্রায় ৪০০ দৌড়বিদ অংশগ্রহণ করেন। সেই সঙ্গে বিদেশী পর্যটক ও দৌড়বিদরা ছিলেন।
জাতীয় পতাকা ও সংগীত পরিবেশন এবং দেশের খ্যাতিমান ম্যারাথনার নৃপেন চৌধুরীর দিক-নির্দেশনার মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠানিক উদ্বোধন। এই সময়ে দৌড়বিদদের শুরুতে ওয়ার্মআপ করান নৃপেন চৌধুরী। ওয়ার্মআপের পরপরই ক্ষণগণনার মাধ্যমে মূল রেস শুরু হয়।
লাবণী বিচে প্রায় এক কিলোমিটার দৌড়ে সুগন্ধ্যা পয়েন্ট থেকে শহরের ডলফিন মোড় হয়ে ঘুনগাছতলা-হলিডে মোড় ঘুররে আবারও লাবণী পয়েন্টে এসে শেষ হয়। ২টি ক্যাটাগরিতে ৬ জনকে নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়।
নারী দৌড়বিদদের মধ্যে চ্যাম্পিয়ান যুক্তরাষ্ট্রের জ্যানলি, প্রথম রানারআপ ফাতেমা আক্তার ও দ্বিতীয় রানারআপ হন ফিলিপাইনের মেরি। আর পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ান মো. সুজন, প্রথম রানারআপ আব্দুল্লাহ আল সাবিত এবং দ্বিতীয় রানারআপ হন মো. জাওয়াদ আপনান।
দুই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, রানার্স-আপদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামশুস দৌজা, প্রসিদ্ধ দৌড়বিদ ও কক্সবাজার রানের স্পেশাল গেস্ট রানার নৃপেন চোধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, বেটার টুগেদার বাংলাদেশের উপদেষ্টা সুজা উদ্দিন, কক্সবাজার রান ২০২৩ এর রেস ডিরেক্টর ও ম্যারাথনার এস এম সাদেক এবং বেটার টুগেদার বাংলাদেশের প্রতিষ্ঠাতা রোহান আল ফারুক।
দ্য ডেইলি স্টার এবং সার্জ বাংলাদেশের সহযোগিতায় কক্সবাজার রান ২০২৩-এ ইভেন্ট পার্টনার ডোরফ্রেম কমিউনিকেশন। আয়োজন সহযোগী কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার জেলা পুলিশ, শালিক, স্বপ্ন, আর এ কে সিরামিক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান।