ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিইউপি-মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

বিইউপি এবং বিএমইউ শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মিছিল–পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছিল।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মিছিল–পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছিল। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুর-১২ বাসস্ট্যান্ড এলাকায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। ‘ডাউন উইথ আমেরিকা’, ‘স্টপ ইসরায়েল’, ‘ফিলিস্তিনকে মুক্তি দাও’—এ ধরনের স্লোগান দিতে থাকেন তাঁরা।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাঁদের বক্তব্যে আমেরিকার আধিপত্যবাদের ইতিহাস এবং ইসরায়েলকে সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনে সংঘঠিত ইতিহাসের গণহত্যার তীব্র নিন্দা জানান।

বিক্ষোভ মিছিলটি মিরপুর-১২ থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিইউপি শিক্ষার্থী নুসাইব বলেন, ‘আমেরিকা নিজেদের স্বার্থের জন্য বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। তারা ইসরাইলকে ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী জোহান বলেন, ‘আমাদের মুসলিম জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে। আমেরিকার আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য আমাদের সোচ্চার হতে হবে।’