বর্ণিল আয়োজনে ইবিতে দীপাবলি উদ্যাপন
দীপাবলি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব। ইসলামী বিশ্ববিদ্যালয়েও পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে দীপাবলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল সাজে সজ্জিত হয় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোর। বৃষ্টি হওয়ার কারণে এ বছর বাইরে প্রদীপ দিয়ে সাজানো সম্ভব হয়নি। কিন্তু সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা টিএসসিসিতে প্রার্থনাকক্ষের সামনে আালপনা ও প্রদীপ দিয়ে সাজান।
বিকেল থেকেই শিক্ষার্থীদের আগমনে মুখর ছিল প্রার্থনাকক্ষ। কেউ আলপনা আঁকছিলেন, কেউ প্রদীপ সাজাচ্ছিলেন আবার অনেকে মন্দিরের মধ্যে কীর্তন করছিলেন। এ যেন এক মিলনমেলা। ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া দমকা বাতাস ও বৃষ্টি দীপাবলির আনুষ্ঠানিকতাকে নষ্ট করতে পারেনি। সন্ধ্যায় ধর্মীয় সংগীত ও আরতির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং মন্দিরে প্রদীপ জ্বালানো হয়।
এরপর মিষ্টি ও প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ বিতরণ শেষে বাইরে প্রদীপ জ্বালানো হয়। ফানুস ওড়ানো, আতশবাজি ফোটানোর শব্দে মুখর ছিল প্রার্থনাকক্ষের সামনের করিডোর। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তাঁরাও শিক্ষার্থীদের সঙ্গে দীপাবলি অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করে নেন।
সব অশুভ শক্তি নষ্ট হয়ে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক, এটাই ছিল প্রার্থনা।
লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া