বিইসিপিএস’র সভাপতি শাহীন ইসলাম ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম নির্বাচিত

নব নির্বাচিত কমিটির সঙ্গে অতিথিরা
ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার, বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্টদের সংগঠন ‘বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোস্যাইটি’র (বিইসিপিএস) বার্ষিকসভায় অনুষ্ঠিত হয়।

এই বার্ষিকসভায় ২০২৩–২৫ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. শাহীন ইসলাম সভাপতি এবং একেই বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. আজহারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৫০ জন সদস্যের সরাসরি ভোটের মাধ্যমে ২০২৩-২০২৫ বছরের জন্য মোট ১৫ জনের কার্যকরী কমিটি নির্বাচন করা হয়। নির্বাচন পরিচালনা করেন আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মাহমুদুর রহমান, মনোবিকাশ ফাউন্ডেশনের কর্ণধার সাইকোথেরাপিস্ট লুতফুন নাহার বেগম ও কাউন্সেলর মকসুদ মালেক।

বিইসিপিএস প্রতিবছর এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিতে এমএস ও এম ফিল সম্পন্নকারীদের পূর্ণাঙ্গ পেশাদার সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। এবারের বার্ষিক সাধারণ সভায় পাঁচজনকে এডুকেশনাল সাইকোলজিস্ট ও আটজনকে কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। স্বীকৃতি প্রাপ্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়েরএডুকেশনাল সাইকোলজি অথবা কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে এমএস ও এমফিল সম্পন্ন করে কর্মরত আছেন।

এডুকেশনাল সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি প্রাপ্তরা হলেন—উম্মে কাউসার, খাদিজা বিনতে হাবিব, আয়েশা সিদ্দিকা সুমি, সাদিয়া আফরিন ও মীর আয়েশা আকতার। অন্যদিকে কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি প্রাপ্তরা হলেন—তাসনুভা হক, আন্দালিব মাহমুদ, আমেনা বেগম সুমি, অ্যানি এন্থনি বারই, নুজহাত-ই-রহমান, সৈয়দা আমেনা ইফাত, সাফিনা বিনতে এনায়েত ও মো. রাকিবুল হাসান ।

এছাড়াও এডুকেশনাল ও কাউন্সেলিং বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করায় বিইসিপিএস ড. লিপি গ্লোরিয়া রোজারিও, ড. জোয়েন বাইরন, ড. মেহজাবীন হক ও ড. মোঃ সেলিম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ, বর্তমান স্বীকৃতি প্রাপ্তরাসহ মোট এডুকেশনাল সাইকোলজিস্টদের সংখ্যা ১১ ও কাউন্সেলিং সাইকোলজিস্ট ৯ জন।