হস্তশিল্পের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাস ফুটে ওঠে। তাই এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প। হস্তশিল্প, কারুশিল্প, শৌখিন শিল্পকর্ম, গ্রামীণ শিল্পও বলা হয়ে থাকে। আর এ পেশায় বাপ-দাদার আমল থেকেই অনেকেই জীবিকা নির্বাহ করেছেন। কিন্তু আধুনিকতার দাপটে হারিয়ে যেতে বসেছে এ শিল্প, বিপাকে রয়েছে এ শিল্পের শত শত কারিগর। এরপরও জীবনের তাগিদে বের হয়েছেন এক কারিগর। ছবিটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাড়াকান্দি এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: আবদুল্লাহ আল মারুফ