প্রকৃতির সৌন্দর্যবর্ধনে রঙিন প্রজাপতির জুড়ি নেই। মুখে চিবানোর কোনো অংশ নেই। তাই তরল খাদ্য গ্রহণ করে। পূর্ণবয়স্ক একটি প্রজাপতি সর্বোচ্চ ১-২ সপ্তাহ বাঁচে। অদ্ভুত তাদের জীবনচক্র। যার মধ্যে পা দিয়ে স্বাদ গ্রহণ, কাদা থেকে পানি পান, আত্মরক্ষার জন্য ছদ্মবেশের কৌশল অন্যতম। সব মিলিয়ে সৌন্দর্যের বাইরেও পতঙ্গটির জীবন দারুণ মনোমুগ্ধকর। ছবিটি সুন্দরবন এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: আজাহার ইসলাম