কেউ বলে মলকা। কেউ বলে চাপটি পিঠা। খেতে খুব সুস্বাদু। আর সঙ্গে হরেক রকম ভর্তা হলে কথাই নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর গাজী সেতুর পূর্বপাশে কাদির-শেলি দম্পতির চাপটি পিঠার কদর এখন আশপাশের বিভিন্ন এলাকায়। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত লোকজনের ভিড় জমে থাকে। ১০ টাকার চাপটির সঙ্গে ১০–১২ রকমের ভর্তা মেলে বিনা পয়সায়। রূপগঞ্জ ছাড়াও পাশের ডেমরা, খিলগাঁওসহ আশপাশের লোকজন আসেন চাপটি খেতে। মুড়াপাড়া গাজী সেতু, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: রাসেল আহমেদ