নাগরিক ছবি

১ / ৭
কেউ বলে মলকা। কেউ বলে চাপটি পিঠা। খেতে খুব সুস্বাদু। আর সঙ্গে হরেক রকম ভর্তা হলে কথাই নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর গাজী সেতুর পূর্বপাশে কাদির-শেলি দম্পতির চাপটি পিঠার কদর এখন আশপাশের বিভিন্ন এলাকায়। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত লোকজনের ভিড় জমে থাকে। ১০ টাকার চাপটির সঙ্গে ১০–১২ রকমের ভর্তা মেলে বিনা পয়সায়। রূপগঞ্জ ছাড়াও পাশের ডেমরা, খিলগাঁওসহ আশপাশের লোকজন আসেন চাপটি খেতে। মুড়াপাড়া গাজী সেতু, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাসেল আহমেদ
২ / ৭
তীব্র শীতে জবুথবু দোয়েলটি রোদের দেখা পেয়ে গাছের ডালে বসে রোদ পোহাচ্ছে। গাছের খোঁড়লে কিংবা ঝোপঝাড়ে এরা বাসা বাঁধে। ছবিটি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: আজাহার ইসলাম
৩ / ৭
জমি একটাই, ফসল তিনটি। জমিতে রয়েছে লিচু ও সুপারিগাছ। এখন ছিটিয়ে দেওয়া হয়েছে শর্ষেবীজ। শর্ষে ফুলে ছেয়ে গেছে জমি। কিছুদিন পর একই জমিতে ফুটবে লিচুর ফুল। ছবিটি ৩ ফেব্রুয়ারি নাটোরের গুরুদাসপুর নাড়ীবাড়ী মাঠ থেকে তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৭
একটি বটগাছের গোড়া ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে বিঘাখানেক আয়তনজুড়ে। ছবিটি নওগাঁ সদর উপজেলার মুরাদপুর বুড়া কালীর মন্দির থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৫ / ৭
বোরো মৌসুমের ধান। এখন ধানের চারার বয়স মাসখানেক পেরিয়ে গেল। ত্রিশাল, ময়মনসিংহ, ৩ ফেব্রুয়ারি
ছবি: মো ফাহাদ বিন সাঈদ
৬ / ৭
স্কুল ঘেঁষেই গড়ে উঠেছে ইটভাটা। ছবিটি মৌলভীবাজারের কমলগঞ্জের বেগম জেবুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষেই গড়ে উঠেছে ইটভাটাটি। ছবিটি ৩ ফেব্রুয়ারি তোলা
ছবি: রুহুল ইসলাম হৃদয়
৭ / ৭
গ্রামে ফসলের মাঠে বোরো ধানের চারা লাগানোর জন্য জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষিশ্রমিকেরা। এদিকে জমিতে পানির ঘাটতি থাকলে ইঞ্জিনচালিত ট্রাক্টর বা লাঙলে হাল চাষ নিয়ে মুশকিলে পড়তে হয় কৃষকদের। তখন পানির জন্যে অপেক্ষা করতে হয়। তেমনি খেতে পানি শুকিয়ে যাওয়ায় ট্রাক্টরচালক বাড়ি গেছেন খেতে। সেই সুযোগে তাঁর শিশুপুত্র শরিফ মিয়া বসে বসে বাবার ট্রাক্টর পাহারা দিচ্ছে আর মনে মনে মুখ দিয়ে শব্দ করে ট্রাক্টর চালাচ্ছে। সে–ও আরেকটু বড় হলেই হয়তো বাবাকে ট্রাক্টর চালাতে সাহায্য করবে। ছবিটি গতকাল বুধবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বেরিবাড়ি গৌরীপুর গ্রাম থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ