নাগরিক ছবি

১ / ১২
রুয়েলিয়া একধরনের বনফুল। গ্রামবাংলায় এটি পটপটি ফুল নামেও পরিচিত। রুয়েলিয়া একটি বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। গাছের তুলনায় ফুল বেশ বড় হয়। মূলত, গ্রীষ্মকালে এ ফুল বেশি ফোটে। তবে উপযুক্ত পরিবেশ পেলে শীতেও এ ফুল ফুটতে দেখা যায়। ছবিটি গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা থেকে গত সোমবার তোলা
ছবি: তুফান মাজহার খান
২ / ১২
স্বপ্নের লাল বাস, যেখানে লুকিয়ে আছে হাজারো স্বপ্ন। ছবিটি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: আজাহার ইসলাম
৩ / ১২
বন্যা হয়ে কৃষককে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তারপর তাঁরা ভুট্টা চাষ শুরু করেন। প্রায় তিন মাসের কষ্ট আজ সফল হতে চলেছে। কৃষকের খেতে ভুট্টা ধরতে শুরু করেছে। এ দেখে কৃষকের চোখেমুখে খুশির শেষ নেই। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা এলাকা থেকে গতকাল মঙ্গলবার তোলা
ছবি: মাহমুদা টুম্পা
৪ / ১২
নদীটার নাম নন্দকুঁজা। নাটোরের গুরুদাসপুর শহর ঘেঁষে প্রবাহিত হয়েছে। এই সোজা নৌপথেই নাজিরপুর-হালসা-আহমেদপুর-কমরদহ-দয়রামপুর লম্বা পথ পরে পদ্মা! কীর্তিনাশা-পদ্মা থেকেই যে নদীর উদ্ভব! নারদ নদ এতেই বিসর্জিত হয়েছে। এই নদী বিসর্জিত হয়েছে গুমানী নদীতে আর গুমানী পড়েছে বড়ালে, বড়ালের যাত্রার সমাপ্তি ঘটেছে যমুনায়। ভাবা যায় একসময় নন্দকুঁজা নদীতে লঞ্চ চলত! নিয়মিত চলত গহনার নৌকাও। বহুকালের সাক্ষী নন্দকুঁজা আজ প্রৌঢ়। অবহেলিত নদীটি আজ মৃতপ্রায়। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা
ছবি: ফাত্তাহ তানভীর
৫ / ১২
করোনার কারণে থমকে আছে সারা বিশ্ব। স্কুল বন্ধ। আগের মতো পড়াশোনার চাপ নেই। বাড়ির পাশের খাদে কজন কিশোরের মাছ ধরার প্রতিযোগিতা, হইহুল্লোড়, দুরন্তপনায় মেতে ওঠা। ডামুড্যা, শরীয়তপুর, ২ ফেব্রুয়ারি
ছবি: হাসান সিকদার
৬ / ১২
সকালবেলা তাজা মাছের বাজার। চাষি বাজার বগুড়া থেকে গতকাল মঙ্গলবার সকালে ছবিটি তোলা
ছবি: সজীব খান
৭ / ১২
শীতের রঙিন ফুলে প্রজাপতির খেলা। নওগাঁ সদর, নওগাঁ, ২৩  ডিসেম্বর, ২০২০
ছবি: নাজিয়া জেরিন
৮ / ১২
শীতের রঙিন ফুলে প্রজাপতির খেলা। নওগাঁ সদর, নওগাঁ, ২৩  ডিসেম্বর, ২০২০
ছবি: নাজিয়া জেরিন
৯ / ১২
কুয়াশার চাদরে মোড়ানো সকাল। বাজার ভদ্রঘাট, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সজীর খান
১০ / ১২
১৬ ফেব্রুয়ারি সরস্বতীপূজা। বিদ্যাদেবীকে রংতুলির আঁচড়ে সুন্দর রূপ দিতে দিনরাত কাজ করছেন প্রতিমাশিল্পীরা। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর থেকে তোলা
ছবি: হৃদয়
১১ / ১২
সৈয়দপুরে প্রথম ‘পথের পাঠাগার’ উদ্বোধন। গত ২৯ জানুয়ারি বিকেল চারটায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’–এর‌ সৌজন্যে পথের পাঠাগার উদ্বোধন করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর সড়কে সিএসডি মোড়ে ‘পথের পাঠাগার’ স্থাপন করা হয়। ‘পথের পাঠাগার’-এ গল্প, কবিতা, উপন্যাস, জীবনীগ্রন্থসহ শতাধিক বই রাখা হয়েছে। এ সময় সংগঠনের সব সদস্য উপস্থিত ছিলেন
ছবি: ইহসানুল হক
১২ / ১২
লোকটা যখন খাবার নিয়ে হাঁসগুলোর দিকে যান, হাঁসের দল তখন তাঁকে ঘিরে ধরে। এটাই স্বাভাবিক, তাই না! কিন্তু লোকটা যখন খালি হাতে মুখে সিগারেট ফুঁকতে ফুঁকতে সামনে দিকে এগোতে থাকেন আর হাঁসের দল ‘লিডার’-এর মতো লোকটাকে অনুসরণ করে দৌড়াতে শুরু করে, তখন অবাক না হয়ে পারাই যায় না! ছবিটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট থেকে সম্প্রতি তোলা
ছবি: দেলোয়ার হোসাইন