মাঘের ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে দেশের উত্তরাঞ্চল। শীত নিবারণে কাঠখড় জ্বালিয়ে একটু গরমের পরশ নিচ্ছেন অনেকেই। ছবিটি নওগাঁ সদর উপজেলা ভবানীপুর থেকে আজ রোববার তোলাছবি: ইউনুস আলী
২ / ৭
গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। ছবিটি নওগাঁ পৌরসভার ভবানীপুর এলাকা থেকে গতকাল শনিবার তোলা
৩ / ৭
সারা দিন শীতের দাপট। রোদের দেখা নেই। কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় টের পাওয়া যায়। গাছের ফাঁকে দেখা যাচ্ছে, ধীরে ধীরে নিজেকে লুকিয়ে নিচ্ছে সূর্যটা। ছবিটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক রাবারবাগান থেকে গতকাল শনিবার তোলাছবি: সাইফুল্লাহ হাসান
৪ / ৭
যেখানে নীল আকাশ কর্দমাক্ত পানির সঙ্গে মিশে গিয়েছে। ছবিটি সম্প্রতি পঞ্চগড় থেকে তোলাছবি: মো. আবদুল্লাহ
৫ / ৭
দিন শেষে সুয্যিমামা ফিরে যাচ্ছে আপন নীড়ে। তেমনি একদিন অস্তমিত হবে জীবনের সূর্য। সূর্য ডুবে গিয়ে পরের দিন নব উদ্যমে উদিত হওয়ার সুযোগ থাকলেও জীবনের সূর্য একবারই অস্তমিত হয়। উদিত হওয়ার আর কোনো সুযোগ থাকে না। ছবিটি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি এলাকা থেকে তোলাছবি: আজাহার ইসলাম
৬ / ৭
শীতের দাপটে রোদের দেখা মেলা ভার। কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় ঠিকই বোঝা যায়। গাছের ফাঁকে দেখা যাচ্ছে, ধীরে ধীরে নিজেকে লুকিয়ে নিচ্ছে সূর্যটা। ছবিটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক রাবারবাগান থেকে গতকাল তোলাছবি: সাইফুল্লাহ হাসান
৭ / ৭
শীতের কুয়াশাচ্ছন্ন সকালে ধানি জমিতে মই দিচ্ছেন কৃষিশ্রমিক, চলছে ধান লাগানোর প্রস্তুতি। ছবিটি চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঘরী এলাকা থেকে তোলাছবি: রিজু আহমেদ