নাগরিক ছবি

১ / ৯
সৈয়দপুরে বইছে শৈত্যপ্রবাহ। শীত নিবারণের চেষ্টায় শিশুরা। গোলাহাট, সৈয়দপুর, নীলফামারী, ১৬ জানুয়ারি
ছবি: ইহসানুল হক সিহাব
২ / ৯
গরম–গরম কলাই রুটি। রাজশাহী কোর্ট এলাকা থেকে গতকাল শনিবার ছবিটি তোলা
ছবি: সবুজ সরকার
৩ / ৯
নলকূপ চেপে বালতিতে যে কিশোর পানি তুলছে, ওর নাম আবু বক্কর সিদ্দিক। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। নলকূপের পাশের দেয়ালে বসে থাকা ইসমাঈল হোসেন তার ছোট ভাই। ইসমাঈল ডানপিটে আর দুরন্ত হওয়ায় স্কুলের বারান্দায় অদ্যাবধি নেওয়া সম্ভব হয়নি বলে জানান দিনমজুর বাবা সেলিম মিয়া। খাওয়া–নাওয়া ফেলে সকাল–সন্ধ্যা গ্রামের পর গ্রামে ঘুরে বেড়াতেই তার আনন্দ। যদিও বাড়ি ফিরে মায়ের হাতে উত্তমমধ্যম তার রোজনামচা। ইসমাঈল ও আবু বক্করের আলাপের ফাঁকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে সম্প্রতি ছবিটি তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৪ / ৯
এটি শুধু ছবিই নয়, বাস্তব জীবনের গল্প। জীবন ও জীবিকার তাগিদে যাত্রা উভয়েরই। তবে পথ ও পন্থা ভিন্ন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আজাহার ইসলাম
৫ / ৯
জল ও জীবন। পদ্মার পাড়, রাজশাহী। ১৩ জানুয়ারি
ছবি: নাজমুস সাকিব
৬ / ৯
বিপন্ন প্রজাতির শকুনের দেখা মিলল রংপুরে। এই শকুনের সংখ্যা এখন অনেক কম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাকিন জহির
৭ / ৯
ঝুলে থাকা তারের জঞ্জাল। রাজধানীর সর্বত্রই বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটিগুলোতে বিপজ্জনকভাবে তারের জট ঝুলছে। কোথাও ফুটপাত বা রাস্তায় নেমে এসেছে তারের লাইন। ঝুলে থাকা এসব তারের মাধ্যমেই মাঝেমধ্যে ঘটছে নানা দুর্ঘটনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান সিকদার
৮ / ৯
খাল-বিলে পানি নেই, জেলেরা তেমন মাছ পাচ্ছেন না। তাই তাঁরা মাছ ধরার সামগ্রী রোদে শুকাতে দিয়ে রেখেছেন। ছবিটি সম্প্রতি সিরাজগঞ্জ থেকে তোলা
ছবি: মামুন হোসাইন
৯ / ৯
অবসর সময়কে একটু আনন্দময় করে তুলতে ছিপ/বড়শি দিয়ে মাছ ধরার আনন্দে মেতেছে সবাই। ছন্দের ভাষায়, ‘খালে–বিলে নদীর জলে ধরবে তারা মাছ, পড়ালেখা নেই তাদের মাছ ধরাটাই কাজ’। ছবিটি সম্প্রতি জামালপুরের মেলান্দহের ফুলছেন্না থেকে তোলা
ছবি: মঞ্জুরুল ইসলাম আকন্দ