নাগরিক ছবি আজ

১ / ১০
জেলেরা বড় বিলে মাছ ধরছেন। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
২ / ১০
গ্রামাঞ্চলে মাঠে-প্রান্তরে যেসব ফুল সহজেই নজর কারে, তার মধ্যে অন্যতম ‘বনজুঁই’। তবে এটি ‘ভাটফুল বা ভাটিফুল’ বলেই অধিক পরিচিত। অনেকে ‘ঘেঁটুফুল বা ঘণ্টাকর্ণ’ বলে থাকে। ফুলটি রাতে বেশ গন্ধ ছড়ায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: আজাহার ইসলাম
৩ / ১০
স্বাধীনতার মাসে যেখানেই তাকাই, সবখানেই বাংলাকে খুঁজে পাই। বাচ্চাদের রংপেনসিল দিয়ে বাংলাদেশের পতাকা। ফুলবাড়ী, দিনাজপুর, ১১ মার্চ
ছবি: মো. তৌফিক ফেরদৌস
৪ / ১০
জাত দিয়ে বোরো ধানে পানি দিচ্ছেন কৃষক। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৫ / ১০
রাজধানীর পদচারী-সেতুতে বোন সিম্পা ভাই রাইয়ান। মেরিডিয়ান হোটেলের সামনে পদচারী-সেতু, ঢাকা, ১১ মার্চ
ছবি: আপেল মাহমুদ
৬ / ১০
চলতি মাসের ৫ থেকে ৭ তারিখ সাভারের গণস্বাস্থ্য পিএইচে অনুষ্ঠিত হয় লিও জেলা ৩১৫বি২-এর লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প ‘সৌহার্দ্য -২০২১’। এতে রানার্সআপ হয়েছে ঢাকা পূর্বাচল লিও ক্লাব। ক্যাম্পে অংশগ্রহণ করা ২৪টি ক্লাবের ২০০ জন লিও বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন। কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজন ছিল
ছবি: আল সানি
৭ / ১০
মাঠে ধানখেতের পরিচর্যায় ব্যস্ত কৃষিশ্রমিকেরা। ছবিটি নওগাঁ সদর উপজেলার ভবানীপুর থেকে আজ বৃহস্পতিবার তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৮ / ১০
‘চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই’—এ স্লোগানকে মননে ধারণ করে একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর সঙ্গে নিয়ে সেভ দ্য টুমরোর পথচলা।  বেদেপল্লিতে অবস্থান নেওয়া অসহায় শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া লক্ষ্য নিয়ে কাজ করছে সেভ দ্য টুমরো ফাউন্ডেশন স্কুল (ক্যাম্পাস-৮), ভৈরব শাখা। সেভ দা টুমরো স্কুল (ক্যাম্পাস ৮), কমলপুর, হাইওয়ে থানা পেছন, ভৈরব, কিশোরগঞ্জ, ৯ মার্চ
ছবি: হাসানুর রহমান
৯ / ১০
করোনায় স্কুল বন্ধ থাকায় সংসারের সহায়তার আশায় ছয় বছরের ফারিহা বেলুন বিক্রি করে। বেলুন বিক্রি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। বিক্রির বিরতির মধ্য বেলুন নিয়ে রাস্তার পাশে একটি কাগজ পড়তে শুরু করেছে সে। ছবিটি গতকাল বুধবার সিলেটের পূর্ব জিন্দাবাজার থেকে তোলা
ছবি: আহমেদ শাহীন
১০ / ১০
মাটির চুলার ব্যবহার বেশ পুরোনো। শহরাঞ্চলে এই চুলার দেখা তেমন একটা না গেলেও গ্রামাঞ্চলে এখনো এই চুলার ব্যবহার দেখা যায়। গাঁয়ের বধূরা নিপুণ কারুকাজের মাধ্যমে এই চুলা তৈরি করেন। ছবিটি বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রাম থেকে সম্প্রতি তোলা
মো. আবদিম মুনিব