‘চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই’—এ স্লোগানকে মননে ধারণ করে একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর সঙ্গে নিয়ে সেভ দ্য টুমরোর পথচলা। বেদেপল্লিতে অবস্থান নেওয়া অসহায় শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া লক্ষ্য নিয়ে কাজ করছে সেভ দ্য টুমরো ফাউন্ডেশন স্কুল (ক্যাম্পাস-৮), ভৈরব শাখা। সেভ দা টুমরো স্কুল (ক্যাম্পাস ৮), কমলপুর, হাইওয়ে থানা পেছন, ভৈরব, কিশোরগঞ্জ, ৯ মার্চছবি: হাসানুর রহমান