default-image

হেমন্তের হিম আমাকে স্পর্শ করেনি
ডিয়েগো ম্যারাডোনা
স্পর্শ করেছে তোমার চলে যাওয়া
হিমবাহ নিদ্রা।
কাঁদছে বিশ্ব
কাঁদছে বাংলাদেশ
কাঁদছে বুয়েনস এইরেস
কাঁদছে বার্সেলোনা-নাপোলি।

ডিয়েগো ম্যারাডোনা
তোমার শ্রেষ্ঠ পায়ের জাদুতে
দুনিয়া হেসেছে যন্ত্রণাতে
শিখেছ দরিদ্রতা মাঝে
ফুল ফুটতে।
ডিয়েগো ম্যারাডোনা
আমার প্রেরণা।
যুক্তিতে-তর্কে
কে বড়; কে ছোট
প্রশ্নের চেয়ে বড়—ডিয়েগো ম্যারাডোনা।

প্রতিবাদী কণ্ঠস্বর
প্রেমের দুলাল
জীবনের রহস্যের উদ্ভাবক
ডিয়েগো ম্যারাডোনা।

‘হ্যান্ড অব গড’
কিংবা ‘গোল অব দ্য সেঞ্চুরি’
দুই-ই জীবনের প্রতিচ্ছবি।

বিজ্ঞাপন

চে গুয়েভারা
ফিদেল কাস্ত্রো
বুকে ধারণ করে
অকপটে বলেছ মানুষের কথা
দাঁড়িয়েছ অভাবী লাতিনের মুখে
ফিলিস্তিনি শিশুদের ক্রন্দনভরা চোখে
দাঁড়িয়েছ অন্যায় অবিচারে বিরুদ্ধে
মার্কিন মুলুক শোষণ রুখতে।

ডিয়েগো ডিয়েগো ডিয়েগো
মুখরিত আজ পুরো বিশ্ব।

মন্তব্য করুন