কাব স্কাউটিংবিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
কাব স্কাউটিংবিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিএএফ শাহীন কলেজে এই আয়োজনের ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ স্কাউটসের (এয়ার অঞ্চল)।
কোর্সে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর ও গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ ও অবনী ওপেন এয়ার স্কাউট গ্রুপ থেকে ৫০ প্রশিক্ষণার্থী অংশ নেন।
স্কাউট আন্দোলনের ইতিহাস ও পটভূমি, আন্দোলনের সাংগঠনিক কাঠামো, স্কাউটের মৌলিক বিষয়, বিভিন্ন শাখার প্রোগ্রাম ও প্যাক, ট্রুপ মিটিং বিষয়ে ওরিয়েন্টশন কোর্সে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কোর্সের লিডাররা উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন। একই সঙ্গে এক মাস পরে বেসিক কোর্সে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সম্পাদক স্কোয়াড্রন লিডার মো. শাহ আলম প্রধান ও বিশেষ অতিথি ছিলেন কুর্মিটোলা জেলা এয়ার স্কাউটস সম্পাদক স্কোয়াড্রন লিডার মো. জহিরুল ইসলাম।
কোর্স লিডার হিসেবে ছিলেন মো. লতিফ উদ্দিন এলটি। কোর্সে অন্যান্য প্রশিক্ষক হিসেবে মো. আরিফুর রহমান রাজু, মাহমুদুল হাসান ওউডব্যাজার কুর্মিটোলা জেলা এয়ার স্কাউটের মো. বাপ্পি।