একাডেমিক পড়াশোনার বাইরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, মনন, মুক্তচিন্তা চর্চা, আড্ডা ও সাংস্কৃতিক ভাব আদান-প্রদানের জায়গা হচ্ছে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। তবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পর্যাপ্ত জায়গা না থাকায় ভোগান্তিতে পড়েছেন ১১ হাজার শিক্ষার্থী।
১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে প্রায় ১২০ থেকে ১৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন টিএসসির একটি তলা (নিচতলা) বরাদ্দ রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে হাজারো শিক্ষার্থীকে টিএসসিতে বসার স্থান না পেয়ে শহীদ মিনার, লাইব্রেরি চত্বরে বসতে হচ্ছে। কেউবা হতাশ হয়ে হল বা মেসে চলে যান। এমন দৃশ্য প্রতিনিয়ত চোখে পড়ছে।
এতে আমাদের একাডেমিক পড়াশোনা এবং শিক্ষার্থীদের পাঠ্যবহির্ভূত কার্যক্রম যেমন ক্ষতি হচ্ছে, তেমনি তৈরি হচ্ছে বন্ধু থেকে বন্ধুর, সিনিয়র-জুনিয়র ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে টিএসসিতে পর্যাপ্ত আসনের ব্যবস্থা করে একাডেমিক জ্ঞান বিকাশের পাশাপাশি অন্যান্য মননচর্চার সুযোগ সৃষ্টি করে দিন।