হে কবি, তুমি জীবনের ছবি

অয়নের আঁকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি

হে কবি তুমি যা বলেছ, তা মানি, বিশ্বাস করি বারবার। তবু এ সমাজের কিছু বোকা, কিছু সোজা, কিছু ধর্মভীরু, তোমাকে কেবল আলাদা করে রাখতে চায়। যা এই কান শোনে, মানতে চায় না মন, তবু মানতে হয়। সমাজকে তো আর দূরে রাখা যায় না।

এ সমাজের কতিপয় ভদ্রলোক বলে, তুমি কেবল তাদের জন্য লিখেছ। আমার মন জানে, তোমার ভক্তসমাজ জানে, তুমি সবার তরে সুখ বিলিয়ে গিয়েছ। তোমার নিশ্বাস কেবল শান্তির জন্য ত্যাগ করেছ এই ধরণির বুকে।

প্রিয় কবিকে আলাদা করে কেউ কিছু বললে প্রাণে মানে না। তিনি নাকি কেবল মুসলিমদের নিয়ে লিখে গেছেন। অথচ কবি কাজী নজরুল ইসলাম নিজে বলে গেছেন, ‘মানবতার এই মহা-যুগে একবার গন্ডী কাটিয়া বাহির হইয়া আসিয়া বল যে, তুমি ব্রাহ্মণ নও, শূদ্র নও, হিন্দু নও, মুসলিম নও! তুমি মানুষ, তুমি সত্য।’

কবি কাজী নজরুল যে কতটা উদার মানবিক মানুষ ছিলেন, তা বলে বা লিখে প্রকাশ করা যাবে না। তিনি নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে চায়নি। বাংলায় তাঁর, জন্ম তাই বলে তিনি বাংলার নন। এই পৃথিবীর সব দেশের, সব মানুষের বন্ধু তিনি। ভালোবাসার কবি, ভালো লাগার কবি, প্রিয় কাজী নজরুল ইসলাম। হে কবি, তুমি জীবনের ছবি।

নজরুল লিখেছেন, ‘গাহ নাম অবিরাম কৃষ্ণনাম কৃষ্ণনাম মহাকাল যে নামের করেন প্রাণায়াম।’ আবার তিনিই লিখেছেন, ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়।’ হিন্দু বা মুসলিম কিংবা অন্য ধর্মের প্রতি তাঁর অগাধ বিশ্বাস ও সম্মান ছিল। সেটা শুধু মানুষকে ভালোবাসার জন্য।

এম হৃদয়, কুলিয়ারচর, কিশোরগঞ্জ