মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ত্রিপুরা–২

বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদের আমন্ত্রণে সম্মাননাছবি: সংগৃহীত

নরসিংগড়ের ভাগলপুর

শহরের মহারাজা বীরবিক্রম কলেজ, বিশ্ববিদ্যালয় দেখার পর আমরা গেলাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএম হাসপাতাল)। এটির যাত্রা শুরু ১৯০৩ সালে। প্রাচীন ভবনটির একটি অংশ স্মৃতিফলক হিসেবে এখনো দাঁড়িয়ে। এই হাসপাতাল মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপর আমরা ছুটি নরসিংগড়ের পুরোনো বিমানবন্দরের দিকে। বিমানবন্দরে কিছু সময় কাটানোর পর নরসিংগড় বাজারে। বাজার পেরিয়ে ভাগলপুর। সেখানে মুক্তিযুদ্ধের সময় একটা প্রাথমিক বিদ্যালয় ছিল। এখন সেটি উচ্চবিদ্যালয়। চারপাশে অনেক কাঁঠালগাছ। উঁচু একটা জায়গায় স্কুলটি। মুক্তিযুদ্ধের সময় এই স্কুলে মুক্তিযোদ্ধাদের জন্য ক্যাম্প করা হয়। সেই সব দিনের স্মৃতিচারণা করেন বীর মুক্তিযোদ্ধা এম এস এ মনসুর আহমদ। তিনি বলেন, এখানে তিনি ছিলেন। রমেশ দেব নামের একজন তাঁদের মশারি, বিছানাপত্র দিয়েছিলেন। স্কুলটি বন্ধ থাকায় ভেতরে যাওয়া হলো না। এবার সেই রমেশ দেবের বাড়ি খোঁজার পালা। মনসুর আহমেদের স্মৃতিতে মনে পড়ছে, বাড়িটা এদিকেই ছিল। পাশেই ছিল সীমান্ত। একজনকে জিজ্ঞাসা করেও খোঁজ জানা গেল না। তারপর তাঁর স্মরণ থাকা পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাই। সামনে এগিয়ে গেলে দেখি, তারকাঁটার প্রাচীর। ঠিক প্রাচীরের সামনে থাকা বাড়িটি রমেশ দেবের। একজনকে অনেক জিজ্ঞাসা করার পর জানা গেল, এই সেই রমেশ দেবের বাড়ি। তিনি এখানে থাকেন না। আগের বাড়িগুলো ভেঙে নতুন একজন বাস করছেন।

আগরতলা প্রেস ক্লাবে সম্মাননা প্রদান
ছবি : সংগৃহীত

শালবাগান

শহরের একটু দূরে শালবাগান। এখানে মুক্তিযুদ্ধের সময় রাজনীতিবিদদের অফিস ছিল। সংবাদের জন্য তথ্য সংগ্রহের সুবিধা ভেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি বাগাফা থেকে সরিয়ে শালবাগানে স্থানান্তর করা হয়। তখন সেটা ছিল সীমান্তরক্ষীবাহিনীর ৯১ হেড কোয়ার্টাস। এখানে ৮ এপ্রিলে ৪০০ ওয়াট শর্টওয়েভ ট্রান্সমিটার থেকে সান্ধ্য অধিবেশন প্রচার করা হয়। শালবাগানে কেন্দ্রটির সার্বিক সহযোগিতা করেন কর্নেল শঙ্করপ্রসাদ ব্যানার্জি। ৫৩ বছর পর বাগানটি দেখে মনে হয় না যে এখানে এমন একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল।

গোকুলনগর শরণার্থী ক্যাম্প

কসবা বিওপি ক্যাম্পে যাওয়ার সময় দুই পাশে বিশাল বিশাল পাহাড়, রবারের গাছ, শালবাগান ও চায়ের বাগান। চায়ের বাগান দেখে মাহবুবা আহমেদ বলেন, চায়ের কুঁড়ি দিয়ে চানাচুর, মরিচ, পেঁয়াজ তেল দিয়ে মেখে খেতে কী যে অসাধারণ স্বাদ! কথা শেষ হতে না হতেই জ্যোতির্ময় দাস বলেন, ‘এই যে এলাকা দেখছেন, এটা গোকুলনগর। এখানে মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের অনেক বড় ক্যাম্প ছিল। সে সময় ত্রিপুরার জনসংখ্যা ছিল ১৫ লাখ, আর পুরো ত্রিপুরায় শরণার্থী ছিল ১৬ লাখ। তখন প্রায় প্রতিটি বাড়িতে ছিল শরণার্থী।’

ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল ( আই জি এম হাসপাতাল)
ছবি: আবু সাঈদ

এখন এখানে এলে মনে হবে না যে গোকুলনগরে লাখো মানুষ অবস্থান করেছিল। সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন, গোকুলনগর শরণার্থী ক্যাম্পে একজনের সাক্ষাৎকার নিতে গিয়ে তিনি জানতে পারেন যে এক নারীর স্বামী ক্যাম্পে যাওয়ার পর তিন দিন ধরে তাঁর কোনো খোঁজ নেই। তারপর সবাই চিন্তিত হয়ে পড়েন, ঘটনা কী ঘটল। তিন দিন পর ছেলে–মেয়েদের রেখে সেই মহিলা স্বামীকে খুঁজতে ক্যাম্পে যান। ক্যাম্পের পরিস্থিতি এত বেশি ভয়াবহ দেখে তিনিও সেখানে থেকে যান। বেশ কিছুদিন ফিরে আসার পর বাড়ির সবাই বলতে থাকে, কী হয়েছিল? এত দিন থাকার কারণ কী? সেই মহিলা বলেন, ‘এখানে যে অবস্থা দেখেছিলাম, আমার ছেলে–মেয়েদের দেখার জন্য তো আপনারা আছেন, কিন্তু ওখানে তা নেই। মানুষের যে কী ভয়াবহ কষ্ট! তা দেখে আর ফিরতে পারিনি।’

এমন অজস্র স্মৃতিবিজড়িত এই ত্রিপুরার পথেঘাট। প্রতিটি জায়গায় মনে হবে যেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লেপটে আছে। তাই তো অনেকই বলেন, ত্রিপুরা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর রাজধানী।

রাজপ্রাসাদ ‘উজ্জয়ন্ত’
ছবি: আবু সাঈদ

রাজপ্রাসাদ উজ্জয়ন্ত

আগরতলায় এসেছি, মহারাজার প্রাসাদ দেখব না, এটা কী করে হয়? রাজপ্রাসাদের নাম ‘উজ্জয়ন্ত’। এখানে বিদেশি পর্যটকদের জন্য টিকিটের দাম ১০০ রুপি আর স্থানীয় লোকেদের জন্য ৪০ রুপি। টিকিট কেটে প্রবেশ করি। আমাদের সঙ্গে আছেন জ্যোতির্ময় দাস। প্রাসাদটি এখন জাদুঘর। ত্রিপুরার ইতিহাস–ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসের গ্যালারি। সেই গ্যালারিতে দেখতে পাওয়া যায় মুক্তিযুদ্ধের সময় রবীন সেনগুপ্তের তোলা গুরুত্বপূর্ণ কিছু আলোকচিত্র।

বিশালগড়ে কমলাসাগর
ছবি: আবু সাঈদ

সম্মাননা

আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও সম্পাদক রমা কান্ত দে উত্তরীয় পরিয়ে আমাদের সম্মাননা জানান। তারপর সভাপতি স্মৃতিচারণা করেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তাঁর পূর্বপুরুষের ভিটার কথা। সেই গল্প যেন শেষই হতে চায় না। কত্ত কত্ত স্মৃতি! উপস্থিত ছিলেন ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরা’ প্রামাণ্যচিত্রের গবেষক ও সাংবাদিক মানস পাল।

পরদিন দুপুরের বাংলাদেশ হাইকমিশনে আমন্ত্রণ। ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ আমাদের স্মারক দিয়ে সম্মাননা জানান। তিনি বলেন, তাঁর বাবাও বীর মুক্তিযোদ্ধা। বাবার মুক্তিযুদ্ধের সেই সব স্মৃতি তিনিও সংরক্ষণ করতে চান। আমরা সহকারী হাইকমিশনারকে ত্রিপুরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জায়গাগুলো সংরক্ষণের আহ্বান জানালে তিনি আমাদের প্রস্তাবে সম্মতি দেন।

আগরতলার স্বধান্য পত্রিকা ত্রিপুরা দর্পণের সম্পাদক ও প্রকাশক সমীরণ রায় ও অক্ষর পাবলিকেশনের প্রকাশক শুভব্রত দেবের সঙ্গে লেখকের আড্ডা
ছবি: সংগৃহীত

আড্ডা ও নৈশভোজ

জ্যেষ্ঠ সাংবাদিক চিত্রা রায় ও তাঁর স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা প্রদ্যুৎ ভৌমিক আমাদের নৈশভোজের নিমন্ত্রণ জানান। আমরা তাঁদের দুইতলা বাড়িতে পৌঁছালাম। বাসার ভেতর প্রবেশ করে দেখি বাংলাদেশ টেলিভিশন দেখছেন প্রদ্যুৎ ভৌমিক। তিনি বলতে শুরু করেন বাংলাদেশের সেই সব দিনের কথা। মনে হলো, শুধু তাঁর দেহখানি আছে আগরতলায় কিন্তু প্রাণ, মন পড়ে থাকে বাংলাদেশের কুমিল্লার সেই জন্মভিটায়। গল্প করতে করতে চিত্রা রায় আমাদের জন্য খাবার প্রস্তুত করে খেতে ডাকলেন। আড্ডায় যুক্ত হন মৈত্রী সংসদের সভাপতি দেবব্রত দেবরায় ও সাধারণ সম্পাদক মুজাহিদ রহমান। এ আড্ডা শেষ করে ত্রিপুরা দর্পণের কার্যালয়ে। সেখানে উপস্থিত ত্রিপুরা দর্পণের প্রকাশক ও সম্পাদক সমীরণ রায় ও অক্ষর পাবলিকেশনের প্রকাশক শুভব্রত দেব। তাঁদের সঙ্গে চলে জম্পেশ আড্ডা। নানা ভাবনা যুক্ত হয় এই আড্ডায়। ঘড়িতে তখন রাত ১০টার বেশি বাজে। আড্ডা শেষ করতে হবে। শহর মোটামুটি নীরব তখন। শুভব্রত দেব একটি রিকশা ঠিক করে হোটেলে ফিরি। হোটেলে একদল মানুষ নিয়ে উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী শান্তনু শর্মা।

দেশের ফেরা সময়ে রম্যলেখক রাখাল মজুমদার ও সংগঠক দেবব্রত দেবরায়
ছবি: ছবি: সংগৃহীত

দেশের ফেরার পালা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার একটুকরো বাংলাদেশকে যেন আরও বেশি আপন মনে হতে থাকে। ভাষা–সংস্কৃতি সবই এক। মনে বারবার প্রশ্ন জাগে, কেন যে দেশভাগের সময় এটা বাংলাদেশেই থাকল না? মানুষের এত ভালোবাসা আমাদের আবেগাপ্লুত করে তোলে। পরদিন, অর্থাৎ ৩০ এপ্রিল সকাল সাড়ে ৮টায় বাসস্ট্যান্ডে বিদায় জানাতে আসেন রম্যলেখক রাখাল মজুমদার, সস্ত্রীক দেবব্রত দেবরায়। বারবার কানে বাজছিল তাঁদের কথা, ‘আবার আসবেন কিন্তু! যোগাযোগ রাখবেন।’ সত্যি, এমন ভালোবাসায় সিক্ত হয়ে আগরতলায় বারবার না এসে কি পার পাওয়া যাবে!

*লেখক; আবু সাঈদ: কবি, সংগঠক, সম্পাদক ও প্রকাশক

আরও পড়ুন