শিল্পী ফিরোজ মাহমুদ ‘কঙ্গো বায়েনিয়াল’-এর বিশেষ উপদেষ্টা হলেন

শিল্পী ফিরোজ মাহমুদ

বাংলাদেশি শিল্পী ফিরোজ মাহমুদ ‘কঙ্গো বায়েনিয়াল’-এর বিশেষ উপদেষ্টা হয়েছেন। বিশেষ উপদেষ্টা হিসেবে আগামী দুই বছর কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে এ শিল্প প্রদর্শনীর আয়োজক কর্তৃপক্ষ। ফিরোজ মাহমুদ ২০২৩ সালে অনুষ্ঠিতব্য ‘কঙ্গো বায়েনিয়াল’-এর তৃতীয় আসর আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে এবং বিভিন্ন দেশ থেকে এ প্রদর্শনীতে অংশগ্রহণে ইচ্ছুক শিল্পী, স্থপতি, শিল্প ইতিহাসবিদ এবং সমালোচকদের বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।

সম্প্রতি কঙ্গো বায়েনিয়াল ২০২২ আয়োজকেরা বিশেষ উপদেষ্টা হিসেবে ফিরোজ মাহমুদসহ যুক্তরাষ্ট্রের ড. কোয়ান জেফ বেইস এবং ক্যামেরুনের বারথেলেমি টগুওএর নাম ঘোষণা করেন। কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসায় অনুষ্ঠিত এই দ্বিবার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আফ্রিকা এবং আফিকান বংশোদ্ভূতদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীদের মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

ফিরোজ মাহমুদ ২০১৯ সালে অনুষ্ঠিত ‘কঙ্গো বায়েনিয়াল’-এর প্রথম আসরে তাঁর শিল্পকর্ম প্রদর্শন করেন এবং এবার দ্বিতীয়-তৃতীয় (২০২২/২০২৩) আসরে তিনি এ বিশেষ সম্মান অর্জন করলেন।