চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় কুইজ পুরস্কার বিতরণী ও ক্যারিয়ার গঠনে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের আয়োজনে কুইজ প্রতিযোগিতা-২০২৪ পুরস্কার বিতরণী ও ক্যারিয়ার গঠনবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় চরবাগডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধুই সম্ভাবনার’ স্লোগান ধারণ করে আয়োজিত কুইজ প্রতিযোগিতা-২০২৪ পুরস্কার বিতরণী ও ক্যারিয়ার গঠনবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে অনুষ্ঠানটি করা হয়। সংগঠনের সাবেক সভাপতি ইউসুফ আলী ও বর্তমান সাধারণ সম্পাদক সম্পাদক সানোয়ার হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানটির শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি মাহবুব আলম ও প্রধান অতিথির আসন অলংকৃত করেন ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীদ রানা টিপু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. সাদেকুল ইসলাম, রিসার্চ সায়েন্টিস্ট, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র।

বিশেষ অতিথি ছিলেন চরবাগডাঙ্গা সেরাজুল হোদা লতিফিয়া নুরিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি মো. মফিজউদ্দীন, চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মো. ইয়াসিন আলী, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ঢাকার সাবেক পরিচালক মো. আবদুল আলিম, চরবাগডাঙ্গা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউর রহমান বশির, নয়ানশুকা রাসিদা খানম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম ও চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা।

মো. সাদেকুল ইসলাম বলেন, সফলতা আসে পরিশ্রম দিয়ে। পরিশ্রম করলে সামনের পথে এগিয়ে যাওয়া সহজ হয়, লক্ষ্যে পৌঁছানো যায়। ব্যর্থতা এলে তা থেকে শক্তি অর্জন করতে হয়। ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করে সুন্দর পরিকল্পনার মাধ্যমে কাজ করলে বড় সাফল্য আসে। জন্মপরিচয় গুরুত্বপূর্ণ নয়, মানুষের ইচ্ছাশক্তি আর চেষ্টা খুব গুরুত্বপূর্ণ বিষয়।

মো. শাহীদ রানা টিপু, শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। দক্ষ ও মেধাবী সংগঠকদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সেবামূলক কাজগুলোর প্রশংসা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ সংগঠনের পাশে থাকবে, এমন আশা ব্যক্ত করেন তিনি।

১৩ ও ১৮ আগস্ট চরবাগডাঙ্গা উচ্চবিদ্যালয় এবং চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসা ও টিপু সুলতান কলেজ ও সেরাজুল হোদা লতিফিয়া নুরিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতা-২০২৪ আয়োজন করা হয়। এতে ৪টি প্রতিষ্ঠানের ১৫ শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ৬০ জন শিক্ষার্থীকে কুইজ প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হয়। আজ তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনবিষয়ক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাবাগডাঙ্গা ইউনিয়নের ছাত্রছাত্রীদের কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়তে গঠনমূলক ভূমিকা রাখছে চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন প্রতিবছর কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়াড ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মতো বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে আসছে। এসব প্রতিযোগিতার মাধ্যমে পুঁথিগত বিদ্যার বাইরেও শিক্ষার্থীরা যুগোপযোগী ও প্রয়োজনীয় নানাবিধ বিষয়ে জ্ঞানার্জন করতে পারছে; যা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে যথেষ্ট ভূমিকা রাখছে।

লেখক: সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম

*নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]