২১ ফেব্রুয়ারি হাতিরঝিল বাইকার্স ক্লাবের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা শিবির

রাজধানীর মধুবাগ মাঠে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এই শিবিরে প্রায় ৪০০ মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ২০০ জনের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। হাতিরঝিল বাইকার্স ক্লাব পরিবার এই আয়োজন করে।

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবার পাশাপাশি রক্তের গ্রুপ পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের রক্ত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। দুজন চিকিৎসক দিনব্যাপী এই সেবা দেন। এই শিবির আয়োজনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়বে এবং তাতে সাধারণ মানুষ উপকৃত হবেন।

নাগরিক সংবাদ–এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]