আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পেলেন কফিল ও সোমা
আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার-২০২৪ পেয়েছেন কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ এবং কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আবু খালেদ পাঠান ফাউন্ডেশন, কিশোরগঞ্জের উদ্যোগে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি কবি ফারুক মাহমুদ, এয়ার ভাইস মার্শাল (অব.) ও কবি এম সানাউল হক, সাংবাদিক ও প্রাবন্ধিক কাজল রশীদ শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরস্কার প্রদান কমিটির আহ্বায়ক লেখক ও গবেষক ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র-শিক্ষক সম্পর্কটা যেমন স্নিগ্ধ আর পবিত্র, তেমনি মধুর আর চিরদিনের। আবু খালেদ পাঠানের ব্যক্তিত্বের গভীরতা ও কোমলতা ছাত্রদের আজও আকৃষ্ট করে। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান বলে শেষ করা যাবে না।
আবু খালেদ পাঠান ১৯৩৭ সালের ২৬ জুন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ৩৫ বছর শিক্ষকতা করেছেন। যুক্ত ছিলেন সাংবাদিকতায়ও। লেখালেখি করেছেন স্থানীয়, জাতীয় দৈনিকসহ অনেক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকীতে। এ ছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুভার পালন করেছেন।