ডিআইইউতে পারফর্মিং আর্ট ‘ক্ষমতা’ প্রদর্শন

পারফর্মিং আর্ট ‘ক্ষমতা’য় অংশ নেওয়া ড্যাফোডিলের কয়েকজন শিক্ষার্থীছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার নিয়ে ‘পারফর্মিং আর্ট’ প্রদর্শন করেছেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (ডিআইইউ) একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে নলেজ ভেলিতে এ প্রদর্শন হয়।

ডিআইইউর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আর্ট অব লিভিং কোর্সের শিক্ষার্থীরা ‘ক্ষমতা’ নামের এ প্রদর্শন করেন। ৪০ জন শিক্ষার্থী এতে নানা চরিত্রে অংশ নেন।

পারফর্মিং আর্ট ‘ক্ষমতা’য় অংশ নেওয়া ড্যাফোডিলের কয়েকজন শিক্ষার্থী
ছবি: সংগৃহীত


সমাজের নানা অসংগতি, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, হয়রানি, সুশাসনের অভাবের মতো বিষয়গুলো খণ্ড খণ্ড আকারে ফুটিয়ে তোলা হয় এই প্রদর্শনীতে। অভিনয় করা শিক্ষার্থীদের একজন নাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের মনে হয়েছে, সমাজের নানা অসংগতির মূলে রয়েছে ক্ষমতার অপব্যবহার। সবাই যার যার দায়িত্বে থেকে সঠিক কাজটি করলেই সমাজে কোনো অসুবিধা থাকবে না। প্রদর্শনীতে এসব বিষয় উঠে এসেছে।’

একই দিনে ক্যাম্পাসে আর্ট অব লিভিংয়ের আরেকটি ব্যাচের শিক্ষার্থীরা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনে প্রচার চালান। তাঁরা এ-সম্পর্কীয় নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার ব্যবহারের পাশাপাশি লিফলেট বিতরণ করেন। ‘ক্ষমতা’ নামের পারফর্মিং আর্টের পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন আর্ট অব লিভিংয়ের শিক্ষক মো. খাইরুল ইসলাম।