শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী রুহিয়া বৈশাখী মেলা

সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে বাংলা নববর্ষকে বরণ করার জন্য পয়লা বৈশাখ শুরু হয়েছে নানা বর্ণিল আয়োজন। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় বছরের নানা উৎসব। এতে গ্রামের মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ডাকবাংলো মাঠে প্রতিবছর আয়োজন করা হয় বৈশাখী মেলার। গ্রামীণ এ মেলায় সবার অংশগ্রহণে সমাদৃত। দীর্ঘ ২৬ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

রুহিয়া বৈশাখী মেলার অন্যতম প্রতিষ্ঠাতা ও রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, দীর্ঘ ২৬ বছরের পুরোনো এই মেলা কোভিড-১৯ ও বিভিন্ন কারণে চার বছর বন্ধ থাকার পর আবার পুরোদমে অনুষ্ঠিত হচ্ছে। চলবে সাত দিন। এই মেলা নিয়ে ওই এলাকার মানুষের আবেগের কমতি নেই।

মেলা কেন্দ্র করে এলাকায় চলে উৎসবের আমেজ। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হয়ে ২৬ বছরের পুরোনো মেলার পরিধি দিন দিন বাড়ছে। মেলার প্রধান আকর্ষণ হরেক রকমের খাবার। যেমন মুড়ি–মুড়কি, বাতাসা। রয়েছে মাটির তৈরি প্রয়োজনীয় সরঞ্জাম হাঁড়ি-পাতিল, কলসি। খেলার হাতি, ঘোড়া, ময়ূর। এ ছাড়া রয়েছে জাদু খেলা, নাগরদোলা, বিভিন্ন ধরনের খেলনা, গৃহস্থালির আসবাব, মেয়েদের প্রসাধনীর দোকান।

সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জারি, সারি, ভাওয়াইয়া ও কবির লড়াইয়ে মেলার মঞ্চটি জমজমাট হয়ে ওঠে।

শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে মেলায় ঘুরছেন। পাশের ইউনিয়ন রাজাগাঁও থেকে মেলায় ঘুরতে আসা দবিরুল ইসলাম জানান, মেলা উপলক্ষে তিনি প্রতিবছর মেলায় বেড়াতে এসে মাটির তৈরি দরকারি জিনিসপত্র কিনে নিয়ে যান।
ঘনিমহেষপুর গ্রামের বাসিন্দা রাজ্জাক দেওয়ান বলেন, ‘প্রায় ২৬ বছরের পুরোনো এই মেলায় আমি আমার ছোটবেলা থেকেই ঘুরতে আসি এবং আনন্দে মেতে উঠি। সাত দিনের এই মেলায় গ্রামের বেশির ভাগ নারী-পুরুষ একত্র হন, কুশল বিনিময় করেন।’

মেলায় আসা স্টলের মালিকেরা জানান, মেলায় বিকেল থেকে উপচেপড়া ভিড় হয় এবং বেচাকেনাও ভালো হয়। এবারের বৈশাখী মেলায় এক নতুন মাত্রা যুক্ত হয়েছে। হরেক রকমের স্টলের সঙ্গে বইয়ের স্টল। ঢাকার প্রকাশনা সংস্থা স্বপ্ন ’৭১ প্রকাশন মেলায় অংশগ্রহণ করে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। স্টলের দায়িত্ব থাকা মুজামণ্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া সুলতানা বলেন, ‘প্রত্যন্ত গ্রামাঞ্চলের বৈশাখী মেলায় স্বপ্ন ’৭১ প্রকাশনের স্টল দেখে সবাই অবাক হচ্ছেন। আমরা মনে করেছিলাম, গ্রামীণ এই মেলায় মানুষেরা বই দেখবেন না, কিনবেন না। কিন্তু আমাদের ধারণা উল্টো হয়েছে। প্রথম দিনেই  প্রচুর ছেলেমেয়ে বইয়ের স্টলের এসেছেন, বইগুলো দেখেছেন এবং বেশ কিছু বই বিক্রি হয়েছে। আমরা আশাবাদী, আগামী দিনগুলোতে এখানে অনেক পাঠক এসে বই কিনবেন।’

ঠাকুরগাঁও প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, প্রত্যন্ত অঞ্চলের একটি বৈশাখী মেলায় স্বপ্ন ’৭১ প্রকাশনের স্টল অভাবনীয় উদ্যোগ। বইপ্রেমী মানুষদের হাতে সহজেই পৌঁছে যাবে তাঁদের পছন্দের বই।

*নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]