রংপুর লেখক পরিষদের সাহিত্য সম্মাননা পেলেন আবু হেনা মুস্তফা

রংপুর লেখক পরিষদের সাহিত্য সম্মাননা পেলেন আবু হেনা মুস্তফাছবি: সংগৃহীত

রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য সম্মাননা পেয়েছেন লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা। গত শুক্রবার বিভাগীয় সাহিত্য সম্মেলনে আবু হেনা মুস্তফার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। রংপুর টাউন হলে রংপুর বিভাগীয় লেখক পরিষদের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রংপুর বিভাগের আট জেলার চার শতাধিক কবি-সাহিত্যিক ও নাট্যব্যক্তিত্ব এ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে রংপুর বিভাগের আট জেলার আট সাহিত্যিককে সম্মাননা দেওয়া হয়। কুড়িগ্রাম থেকে সম্মাননা পান লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা। এ ছাড়া অধ্যাপক মো. মোজাম্মেল হক (রংপুর), হজরত আলী (নীলফামারী), বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ (লালমনিরহাট), অধ্যাপক আবদুল কাদির (গাইবান্ধা), বিশ্বজিৎ দাস (দিনাজপুর), মাহবুবা আখতার (ঠাকুরগাঁও) ও মুক্তা বকুল (পঞ্চগড়) সম্মাননা পেয়েছেন।

রংপুর বিভাগীয় লেখক পরিষদ, রংপুরের সভাপতি কাজী মো. জুননুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সরিফা সালোয়া ডিনা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।

সম্মেলনে রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন-২০২৩ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক রশীদুল ইসলাম চৌধুরী।

আবু হেনা মুস্তফা কুড়িগ্রামের উলিপুরের প্রত্যন্ত গ্রাম থেকে ১০ বছর ধরে ‘ছোটনদী’ নামে একটি ম্যাগাজিন সম্পাদনা করেন। এটি বৃহত্তর রংপুর অঞ্চলে নিয়মিত প্রকাশিত হওয়া একমাত্র ম্যাগাজিন। এ ছাড়া তাঁর বইয়ের মাধ্যমে নতুন প্রজন্ম উলিপুরের বীরত্বগাথা জানার সুযোগ পাচ্ছে।