‘মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ বই নিয়ে আলোচনা

লেখক আশফাকুজ্জামানের ‘মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ বইয়ের মোড়ক উন্মোচন ও মুক্ত আলোচনা শহীদ বকর স্মৃতিসংঘের উদ্যোগে নোয়াগ্রাম কালিয়া নড়াইল ২ নম্বর পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনির কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরুল ইসলাম মনি। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক, লেখক ও গবেষক দেদারুল আলম মুরাদ। বিশেষ আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক মোল্লা, মুশফিকুর রহমান, এস এম লিয়াকত হোসেন ও অবসরপ্রাপ্ত ব্যাংকার ইকরাম হোসেন।

আলোচনায় অংশ নিয়ে ইমদাদুল হক মোল্লা, মুশফিকুর রহমান ও এস এম লিয়াকত হোসেন বলেন, তাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন। যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনতেন। কোথায় পাকিস্তান বাহিনী পরাজিত হচ্ছে, কোথায় মুক্তিযোদ্ধারা হামলা করছেন, এসব সংবাদ তাঁদের ভীষণভাবে অনুপ্রাণিত করত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত আরও নানা ধরনের অনুষ্ঠান তাঁদের উজ্জীবিত রাখত। এর ভূমিকা নিয়ে আরও আলোচনা প্রয়োজন। ‘মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’-এর মতো বই সবার পড়া প্রয়োজন বলে মনে করেন।

তরুণ প্রজন্মসহ সবাই বইটি পড়ে উপকৃত হবেন বলে আশা করেন ইকরাম হোসেন। ফারজানা তিথি, তালহাসহ তরুণ প্রজন্মের কয়েকজন আলোচনায় অংশ নিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তাঁদের আরও জানা প্রয়োজন। এ দেশের মুক্তিযুদ্ধের অনেক বিষয় তাঁদের জানা নেই। কিন্তু ‘মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’-এর মতো বই তাঁদের সামনে কম আসে বলে তাঁদের ধারণা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৈয়দ আরশাদ আলী অ্যান্ড সবুরুননেছা গার্লস কলেজের সহকারী অধ্যাপক টিপু সুলতান। আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান।

*নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]