কুমিল্লার গাজীপুর মেলায় বসেছে দেশীয় খেলনার পসরা

কুমিল্লার তিতাসে গ্রামীণ মেলায় বসেছে দেশি খেলনার পসরাছবি: লেখকের পাঠানো

কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী গাজীপুরের মেলায় বসেছে দেশীয় খেলনার পসরা। শিশু-কিশোরদের জন্য তৈরি আকর্ষণীয় এসব দেশীয় খেলনার দোকানগুলোয় ভিড় জমাচ্ছে শিশু-কিশোরেরা। নানা রকম চরকি খেলনা বিক্রি করতে বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা এসেছেন গাজীপুর মেলায়।

চরকি খেলনা বিক্রি করতে বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা এসেছেন মেলায়
ছবি: লেখকের পাঠানো

স্থানীয় ওরস উপলক্ষে বহুবছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী এই মেলা। বছরের ফাল্গুন মাসের শুরুর দিকে এই ঐতিহ্যবাহী মেলা বসে থাকে। গাজীপুরের মেলা গ্রামীণ ঐতিহ্যবাহী একটি মেলা। শুধুই কি দেশীয় খেলনা, মেলায় রয়েছে দেশীয় খাবারের পসরা, নাগরদোলাসহ তৈজসপত্রের পসরা।