ভবিষ্যৎ মার্কেটারদের নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মার্কেটিংয়ের ভবিষ্যৎ নিয়ে বিশেষ সেমিনার। আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতিতে একদিকে উঠে এসেছে মার্কেটিংয়ের বিবর্তন, অন্যদিকে নারীর সাহসিকতা ও আত্মবিশ্বাস নিয়ে আলোচনা করেছেন গ্লোবাল লিডাররা।
শিক্ষাবিদ এবং ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়ার অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাকের উপস্থিতি ছিল সেমিনারের প্রধান আকর্ষণ। গত সোমবার (১৩ জানুয়ারি) বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সেমিনারে মোহাম্মদ আবদুর রাজ্জাক তুলে ধরেন মার্কেটিংয়ের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তিনি বলেন, ‘মার্কেটিং কেবল পণ্য বা সেবার প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের প্রয়োজন ও চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের ডিজিটাল বিপ্লব মার্কেটিংকে আরও ব্যক্তিকেন্দ্রিক ও ডেটানির্ভর করে তুলেছে।’
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক মাইকেলম্যান ইনকরপোরেটেডের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট সোনিয়া রাজ্জাকও উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. আবদুল মোমেন। এ ছাড়া বিভাগীয় প্রভাষক কুমার বিশ্বজিৎ সাহা, মাহমুদা আক্তার এবং সুমনা আক্তার সুমির সঙ্গে মার্কেটিং বিভাগের শতাধিক শিক্ষার্থী প্রাণবন্ত অংশগ্রহণ করেন। একই দিনে বিকেলে ‘ডেয়ার টু ড্রিম: ইন্সপায়ারিং কনফিডেন্স অ্যান্ড রেজিলিয়েন্স ইন ওমেন’ শীর্ষক সেমিনারে নারীর আত্মবিশ্বাস ও দৃঢ়তার বিষয়ে আলোকপাত করেন সোনিয়া রাজ্জাক। তিনি বলেন, ‘নারী যখন নিজেকে বিশ্বাস করতে শেখে, তখন সমাজে নতুন সম্ভাবনার জন্ম হয়। কর্মক্ষেত্রে নারীর অবস্থান শক্তিশালী করতে হলে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা অপরিহার্য।’
অতিথিদের ধন্যবাদ জানিয়ে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. আবদুল মোমেন বলেন, ‘মোহাম্মদ আবদুর রাজ্জাক ও সোনিয়া রাজ্জাকের মতো বরেণ্য ব্যক্তিদের অভিজ্ঞতা আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে।’
এ ছাড়া সেমিনারে আলোচনায় উঠে আসে মোহাম্মদ আবদুর রাজ্জাক ও মো. আবদুল মোমেনের যৌথভাবে রচিত বই ‘ইন্ট্রোডাকশন টু মার্কেটিং।’ বইটি বর্তমানে কবি নজরুল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত। মার্কেটিং বিভাগের এই আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
লেখক: অনিরুদ্ধ সাজ্জাদ, শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়