৬৪ দলের অংশগ্রহণে শেষ হলো দ্বাদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসব

‘অস্তিত্বে থাকুক দ্বিমত, মশালে জ্বালো বিপ্লবী স্লোগান, বচনে থাকুক যুক্তি, মিছিলে চলুক বিতর্কের জয়গান’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের বিতর্ক সংগঠন সূর্য সেন বিতর্ক ধারার আয়োজনে হয়ে গেল ‘দ্বাদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসব-২০২৩’। ১২ থেকে ১৫ অক্টোবর তিন দিনব্যাপী এ আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের আন্তক্লাব সংসদীয় বিতর্ক এবং উন্মুক্ত বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা হয়েছে।

১৫ অক্টোবরে অনুষ্ঠিত হয়েছে উৎসবের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৬৪টি বিতর্ক দল এবং দুই শতাধিক বিতার্কিক এতে অংশগ্রহণ করেন। স্কুল পর্যায়ের বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা। ফাইনাল বিতর্কে তারা পরাজিত করে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের বিতর্ক দলকে।

কলেজ পর্যায়ের বিতর্কে চ্যাম্পিয়ন হয় সরকারি বিজ্ঞান কলেজের বিতর্ক দল। কলেজ পর্যায়ে রানার্সআপ হয় ঢাকা সিটি কলেজের বিতার্কিক দল। বিশ্ববিদ্যালয় পর্যায়ের আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ডিবেটিং ক্লাব এবং রানার্সআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিতর্ক একটি তার্কিক সংগঠন।

উৎসবের আয়োজনে অনন্য সংযোজন ছিল উন্মুক্ত বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সূর্য সেন বিতর্ক ধারার সভাপতি তানভীর হোসেন শান্তর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষ জাকির হোসেন ভূইয়া, বিতর্ক ধারার মডারেটর অধ্যাপক মো. শাহরিয়ার হায়দার। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সূর্য সেন বিতর্ক ধারার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব।