মা টাইটেল নিয়ে নির্মিত সিনেমা
মা আমাদের জীবনে এক অকৃত্রিম বন্ধুর নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মায়ের অবদান অনস্বীকার্য। মা আমাদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন বার্তা নিয়ে বিভিন্ন রূপে আসে। আমরা সেলুলয়েড পর্দায় মাকে বিভিন্ন রূপে দেখি। বাংলাদেশের চলচ্চিত্রকারেরা মাকে বিভিন্ন চলচ্চিত্রে সাবলীলভাবে উপস্থাপন করেছেন। মায়ের চরিত্রে অভিনয় করে অনেকে প্রশংসা ও পুরস্কার দুই পেয়েছেন। মা–কেন্দ্রিক সিনেমাগুলো অধিকাংশই দর্শকনন্দিত ও প্রশংসিত হয়েছে। অনেক সিনেমার নামও আবার মা–কেন্দ্রিক রয়েছে।
মা–কেন্দ্রিক সিনেমাগুলোয় দর্শক মায়ের অভিনয় দেখে আবেগপ্রবণ হয়ে যায়। অনেক গল্পে ছেলেকে বাঁচানোর জন্য মা খুনি হয়ে যান। আবার সন্তানের জন্য মা খুনও করেন। কিছু মা সন্তানের জন্য জীবনও দিতে দ্বিধা করেন না। আবার অনেক ছবিতে সন্তান মায়ের জন্যও অনেক কষ্ট স্বীকার করে থাকে। সিনেমার কাহিনিতে মায়েদের অবদানে দর্শক আবেগে বিগলিত হয়ে যান। যা অনেক সময় পারিবারিক ঘটনায়ও প্রভাব ফেলে।
২০২৩ সালের মে মাসের দ্বিতীয় রোববার অর্থাৎ, ১৪ মে বিশ্ব মা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও বিশ্ব মা দিবস পালন করা হয়। স্বাধীনতা–উত্তর বাংলাদেশে মাকে নিয়ে, মাকে গল্পে প্রাধান্য দিয়ে অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে মাকে আশ্রয় করে নির্মাণ করা সিনেমার সংখ্যা ৫০টির কম হবে না। আজ ১৪ মে; মা টাইটেল নিয়ে নির্মিত দেশীয় অনেক সিনেমার ভেতরে ১৪টি সিনেমার গল্প করব খুব সংক্ষিপ্ত পরিসরে। যে সিনেমাগুলো বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে বিভিন্ন সময়ে নির্মিত হয়েছে।
১. বড় মা
দেলোয়ার হোসেন দুলাল পরিচালিত ‘বড় মা’ ছবিতে অভিনয় করেন সোহেল রানা, রোজিনা, সুচন্দা, শওকত আকবর, মাস্টার শামীম, এ টি এম শামসুজ্জামান, মিজু আহমেদ প্রমুখ। নিঃসন্তান মা সুচন্দার দেবরের ছেলেকে আপন করে নেওয়ার মাধ্যমে সিনেমার কাহিনি এগিয়ে যায়। সন্তানের মা না হয়েও বড় মা ও ছোট মা রোজিনার সঙ্গে মা–মরা ছেলে মাস্টার শামীমের টানাপোড়েনই গল্পের উপজীব্য বিষয়।
২. ছোট মা
তমিজ উদ্দিন রিজভী পরিচালিত ‘ছোট মা’ ছবিতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, কবরী, ফারুক, অঞ্জনা, এ টি এম শামসুজ্জামান, রোজী, মোস্তফা প্রমুখ। ছোট মা চরিত্রে কবরীর প্রাণবন্ত অভিনয় আজও ভোলার নয়।
৩. মা
সত্তরের দশকের শেষভাগে মুক্তিপ্রাপ্ত বাবুল চৌধুরী পরিচালিত ‘মা’ ছবিটি নিয়ে নায়ক সোহেল রানা বলেন, তাঁর অভিনয়জীবনের অন্যতম সেরা ছবি ‘মা’। ‘মা’ ছবিতে মায়ের প্রতি ছেলে সোহেল রানার ভালোবাসাও চমৎকারভাবে চিত্রায়িত হয়েছে।
৪. মায়ের দোয়া
আলমগীর, শাবানা, ইমরান, অরুণা বিশ্বাস, মিজু আহমেদ, আনোয়ার হোসেন অভিনীত এবং আলমগীর কুমকুম পরিচালিত সিনেমাটি সেই সময় প্রচণ্ড সাড়া ফেলে। সিনেমাটিতে মায়ের চরিত্রে রূপদান করেন আয়েশা আখতার। একজন মায়ের অনুগত সন্তান যেসব কাজে মাকে স্মরণ করে সফলতা লাভ করে। সে মনে করে তার সঙ্গে সব সময় মায়ের দোয়া রয়েছে।
৫. সবার ওপরে মা
ফারুক আহমেদ পরিচালিত ‘সবার ওপরে মা’ ছবিতে অভিনয় করেন রাজ্জাক, শাবানা, ইলিয়াস কাঞ্চন, অরুণা বিশ্বাস, হুমায়ুন ফরীদি, রাজীব, রাজ প্রমুখ। সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেন তন্দ্রা ইসলাম ও শাবানা। একটি বাচ্চা ছেলে তার মা শাবানাকে কাছে পাওয়ার আকুতি এবং মা তন্দ্রা ইসলামকে দেওয়া রাজ্জাকের প্রতিশ্রুতি নিয়েই ছবির গল্প পরিণতি পায়।
৬. মায়ের অধিকার
শিবলি সাদিক পরিচালিত ‘মায়ের অধিকার’ ১৯৯৬ সালে মুক্তি পায়। এই সিনেমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ববিতা। আরও অভিনয় করেছিলেন আলমগীর, সালমান শাহ, শাবনাজ, ফেরদৌসী মজুমদার, হুমায়ুন ফরীদি, নাসির খান প্রমুখ। সে সময় ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করে। মায়ের অধিকার প্রতিষ্ঠার জন্য সন্তানের লড়াই নিয়েই ছবির গল্প। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ব্যবসায় রেকর্ড করে।
৭. আম্মাজান
‘আম্মাজান’ ছবিতে মান্নার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শবনম। এখানে আরও অভিনয় করেছিলেন মান্না, মৌসুমী, আমিন খান ও ডিপজল। ছবিতে মান্নার লিপে আইয়ুব বাচ্চুর গাওয়া ‘আম্মাজান আম্মাজান’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। সন্তানের সামনে মায়ের সম্ভ্রমহানি ও তারই প্রতিশোধ নিতে মত্ত থাকা সন্তানের গল্পের ছবি ‘আম্মাজান’। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি আশাতীত ব্যবসা করে।
৮. মায়ের জন্য যুদ্ধ
রুবেল, পপি, হুমায়ুন ফরীদি, রাজীব, সাংকো পাঞ্জা, নাসির খান, চিতা অভিনীত ‘মায়ের জন্য যুদ্ধ’। নায়ক মাসুম পারভেজ রুবেল পরিচালিত প্রথম ছবি। ছবিতে মায়ের চরিত্র করেন খালেদা আক্তার কল্পনা। রুবেলের মায়ের স্বীকৃতি, অধিকার ও সম্পত্তি ফিরিয়ে আনার যুদ্ধ। যুদ্ধে রুবেল সফল হয় এবং ছবিটিও ব্যবসাসফল হয়।
৯. মাতৃত্ব
একজন নারীর জীবনের সার্থকতা মাতৃত্বে। জাহিদ হোসেন পরিচালিত ছবিটি ২০০৪ সালে মুক্তি পায়। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী। তাঁর বিপরীতে ছিলেন হুমায়ুন ফরীদি।
১০. মায়ের মর্যাদা
দিলীপ বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে মা চরিত্রে অভিনয় করেন ববিতা ও ডলি জহুর। তাঁদের বিপরীতে অভিনয় করেন সোহেল রানা। এ ছাড়া মান্না, মৌসুমী, শাকিব খান, শাবনূর, এজাজ, হারুন, হুমায়ুন ফরীদিও অভিনয় করেছেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি ব্যবসাসফল হয়। মুভিটিতে মায়ের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সন্তানদের অটুট প্রতিজ্ঞা ছিল।
১১. মায়ের চোখ
মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন আনোয়ারা। এ ছাড়া আমিন খান, পূর্ণিমা, ডিপজল, রেসি, জায়েদ খান, মিজু আহমেদ, টেলিসামাদ, কাজী হায়াত অভিনয় করেন। একজন অন্ধ মায়ের দৃষ্টি ফেরাতে ছেলের চেষ্টার অন্ত নেই। মায়ের চোখের আলো ফেরাতে ছেলে ডিপজল উপায় না দেখে নিজের একটা চোখ দিয়ে দেয়। মা ও ছেলে দুজনই দুনিয়ার আলো দেখতে পায়। মায়ের প্রতি ছেলের এই ভালোবাসা বিরল।
১২. মা আমার স্বর্গ
শাকিব খান, পূর্ণিমা, মিশা, আলীরাজ, আফজাল শরীফ অভিনীত মুভিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। মায়ের ভূমিকাটিতে অভিনয় করেন ববিতা। ছবিটির গল্পে মাকে বেহেশতের সঙ্গে তুলনা করা হয়েছে।
১৩. খোদার পরে মা
শাহিন সুমন পরিচালিত ‘খোদার পরে মা’ সিনেমায় ববিতা মা চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। এ ছাড়া শাকিব খান, সাহারা, সাদেক বাচ্চু, কাজী হায়াত, মিশা সওদাগর অভিনয় করেন। ছবিতে গান লিখে জীবনের প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন গীতিকার মিল্টন খন্দকার।
১৪. মা মাটি দেশ
ইলিয়াস কাঞ্চন, রুবেল, চম্পা, অমিত হাসান, ড্যানি সিডাক, রাজীব অভিনীত শিবলী সাদিক পরিচালিত ‘মা মাটি দেশ’। মায়ের ভূমিকায় অভিনয় করেন রোজী সামাদ। বক্স অফিসে আলোচিত ছবির গানগুলোও জনপ্রিয় হয়। ছবিতে দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। দেশপ্রেমের ছবিটি মূলত মা–কেন্দ্রিক।
লেখক: গল্পকার ও কবি