শিকড় ফাউন্ডেশন, জালশুকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকার বেসরকারি সংগঠন ‘শিকড় ফাউন্ডেশন, জালশুকা’র উদ্যোগে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও ডেভেলপমেন্ট কনসালটেন্ট (এক্সপ্রেশানস লিমিটেড), মো. মিনহাজুল আবেদীনের সঞ্চালনায় এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. মেজবাউল আলমের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীসহ গ্রামের বিভিন্ন কৃতী সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে গ্রামের মেধাবী ও তুলনামূলক অসচ্ছল পরিবারে ৬০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেনসিল, ডিকশনারি, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের প্রভাষক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনজুরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালশুকা গ্রামের কৃতী সন্তান সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ বাবু, স্থপতি তৌহিদুর রশীদ সাকি (বুয়েট)। ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য গ্রাম উন্নয়ন কর্ম (গাক) পরিচালক আবু হাসান কবির, ক্যানসার চিকিৎসক সামচুজ্জোহা রুপম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকতা জাহেদুর রহমান, এটিএমএস স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক, আনোয়ার কামাল আদরসহ গ্রামের এমবিবিএস পাস করা এবং অধ্যয়নরত প্রায় ১২ জন চিকিৎসক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাস করা ও অধ্যয়নরত ব্যক্তিসহ বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, গ্রামের সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক কাজে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিকড় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যসহ নির্বাহী কমিটির ২১ জন সদস্য, সাধারণ সদস্য (দাতা সদস্য) ও সেচ্ছাসেবক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিকড় ফাউন্ডেশন, জালশুকার উদ্যোগে দ্রুত বিনা মূল্যে চক্ষু শিবির, মেডিকেল ক্যাম্প পরিচালনার কথা বলা হয়। শিক্ষা ও সচেতনতামূলক এই অনুষ্ঠানে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের চার শতাধিক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।
‘নাগরিক সংবাদ’-এ নানা সমস্যা, জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]