বই পড়া কর্মসূচিতে পুরস্কার পেল শিক্ষার্থীরা
ময়মনসিংহে সুবোধের অন্তর্ভুক্ত ‘পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠান’ আয়োজন করা হয়েছিল গতকাল মঙ্গলবার। আয়োজনে সহযোগী হিসেবে ছিল স্বপ্ন৭১ প্রকাশন ও লাইটশোর নেটওয়ার্ক এবং অংশগ্রহণ করেছিল পোড়াবাড়ী বাজারসংলগ্ন শিক্ষার্থীসহ আছিম ও মোক্ষপুর ইউনিয়নের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও নাট্যকার কৈযাশ কোয়েঝা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজালো যশ, মঠবাড়ী ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক এ কে এম সিদ্দিক, পোড়াবাড়ী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল কুদ্দুস।
পাঠাগারের পরিচালনা সদস্য তমা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। যেখানে ‘আত্মউন্নয়নের চিন্তাধারা’ বইটির ওপর পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতায় যে ১০ জন নির্বাচিত হয়েছে, তাদের বই ও সার্টিফিকেট প্রদান করা হয়।
পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনকারী আয়েশা আক্তার রাইনা ৩০০০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী আলিফ হাসান শুভ ২০০০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারী তাসমিয়া চৌধুরী ১০০০ হাজার টাকা সমমূল্যের বই এবং বাকি সাতজনকে বই ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বই পাঠের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক, পাঠ পদ্ধতি, গ্রাম অঞ্চলে শিক্ষা বিস্তারে কেন বাধা ও তার সমাধান এবং বাহ্যিক বইপাঠের সঙ্গে মননের বিকাশ নিয়ে আলোচনা করেন অতিথিরা। পুরস্কার প্রদান শেষে বিজয়ীদের পক্ষ থেকে বক্তব্য শেষে মোক্ষপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক নাইম ইসলাম অনুষ্ঠান বিষয়ে অভিব্যক্তি প্রকাশ করেন।
স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের শিক্ষক ও সভাপতি আমিরুল ইসলাম সমাপনী বক্তব্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।