তুর্কি শিল্পী তুবা আহসানের এক অন্য রকম উদ্যোগ
‘ভূমিকম্প আমার চিন্তাভাবনাকে পুরোপুরি পাল্টে দেয়। বারবার মনে হচ্ছিল শিল্পী হিসেবে কী করতে পারি। আসলে এভাবেই শুরু। আর বাংলাদেশে প্রদর্শনী করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। এখানে দারুণ সব শিল্পী আছেন। আমি চাই, তাঁরা বেশি বেশি আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে কাজ করুন। দেশের বাইরে প্রদর্শনী করুন।’ গত শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে আলোকি গ্যালারিতে তুর্কি শিল্পী তুবা আহসান বলছিলেন কথাগুলো।
তুবা আহসান আরও বলেন, ‘বাংলাদেশের অনেক ভালো ভালো শিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, আমার ডাকে সারা দিয়েছেন, তাঁরা হলেন—জান্নাতুল ফেরদৌস মুক্তি, হৃদিতা আনিশা, মাসুদা খান, আজিজি খান, নাজিয়া আহসান চৈতি, সাদিয়া খালিদ রীতি, রাকিবুল আনোয়ার, অনন্যা মেহপার আজাদ, সুবর্ণা মোরশেদা, অন্তরা মাহরুখ আজাদ ও তায়ারা ফারহানা তারেক। চিত্রশিল্পীদের কাজ ছাড়াও থাকছে আলোকচিত্রী রাহুল রায়ের ফটোগ্রাফি। আশা করছি, তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসতে ছবিগুলো কিনবেন অনেকেই।’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হওয়া ‘রাইজিং ফ্রম দ্য অ্যাশেজ’ প্রদর্শনী পাঁচটি দেশ ভ্রমণ শেষে বাংলাদেশে পারি জমায়। এর আগে প্রদর্শনী থেকে শিল্পকর্ম বিক্রয়লব্ধ অর্থের একটা বড় অংশ দিয়ে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে। টেকসই বাড়িগুলো এমনভাবে বানানো হয়েছে, যাতে ভবিষ্যতে ভূমিকম্প প্রতিরোধ করতে পারে।
তুর্কি শিল্পী তুবা আহসানের এই উদ্যোগে বাংলাদেশ অংশে যুক্ত আছেন সামিরা জুবেরী হিমিকা। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি আসলে খুবই খুশি, তুবার এই উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে ভালো লাগছে। তা ছাড়া এই আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের তরুণ শিল্পীরা। তাঁদের সুযোগ করে দিতে পেরেও আমরা আনন্দিত। আশা করছি এই ধরনের সমন্বিত প্রদর্শনীর মধ্য দিয়ে আমাদের শিল্পযাত্রার পরিধি আরও বিস্তৃত হবে। দেশের বাইরেও এই ধরনের প্রদর্শনীতে আমাদের দেশের শিল্পীরা অংশগ্রহণ করবেন। সামনে আরও ভালো কিছু করার আগ্রহ বেড়ে গিয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে।’
গত শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে আলোকি গ্যালারিতে তুরস্ক ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনীটির ঢাকা সংস্করণের উদ্বোধন হয়। এদিন শুভসূচনা ঘোষণা করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
‘রাইজিং ফ্রম দ্য অ্যাশেজ’-এর পর্দা নামবে আগামী ২ অক্টোবর। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।