শিল্পকলায় মম মোস্তফার একক আলোকচিত্র প্রদর্শনী

দেশের অন্যতম নারী আলোকচিত্রী মম মোস্তফার ‘মেলোডিস অব মম’ শিরোনামে তিন দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে গত শুক্রবার (২৪ মে) থেকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারী-২–এ প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলছে প্রদর্শনীটি। প্রদর্শনী শেষ হবে আজ রোববার (২৬ মে)।

সব শ্রেণির দর্শকদের জন্য উন্মুক্ত প্রদর্শনীটি গত শুক্রবার (২৪ মে) বিকেলে জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে প্রদর্শনীতে যোগ দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম প্রমুখ।

মম মোস্তফা দেশের একজন পেশাদার তরুণ আলোকচিত্রশিল্পী। ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে তাঁর বহু আলোকচিত্র। অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার। এবার তাঁর আলোচিত ও বাছাইকৃত ছবিগুলো নিয়ে অনুষ্ঠিত হচ্ছে একক আলোকচিত্র প্রদর্শনী।

প্রদর্শনী থেকে বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ ‘শিশুদের জন্য আমরা’ নামের একটি সংগঠনকে দেওয়া হবে। যারা অন্ধকারপল্লিতে জন্ম নেওয়া শিশুদের উন্নয়নে কাজ করছে। প্রদর্শনীর আয়োজন–সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বিজ্ঞপ্তি