ইলিশ অনেক দামি

ইলিশ মাছফাইল ছবি: প্রথম আলো

প্রতিবেশী দেশ ভারতে
ইলিশ বেচা বন্ধ,
তবে কেন আকাশচুম্বী
পাই না মাছের গন্ধ।
আশ্বাস পেয়ে বিশ্বাসে লোক
ইলিশ খাবে সস্তা,
সেই আশাতে বুক পেতেছে
কম দামে ক্রয় বস্তা।
পান্তা-ইলিশ নিত্য আহার
জমবে যে ভোজ ভালো,
হাটবাজারের হালহকিকত
বদন হয় যে কালো।
গরিব মনের আশাগুলো
ঘুমের স্বপ্নের মতো,
গরিব মারার ফন্দি তাদের
হবে যে আর কত?
জাতীয় মাছ ইলিশ যবে
দামি রাজার মতো!
পরের কথায় কান দিতে নেই
শুনবে আশা শত।

নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]