মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্রের সভাপতি নাসিমা খান এবং সম্পাদক মহিউদ্দিন শামীম
বাংলাদেশের ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্র টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ষোড়শ দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৩ নম্বর মহড়াকক্ষে মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্রের ষোড়শ দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। অধিবেশনে ২০২৪-২৬ সালের জন্য নতুন নির্বাহী পরিষদ গঠিত হয়েছে
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আবৃত্তিশিল্পী নাসিমা খান বকুল সভাপতি ও মহিউদ্দিন শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নির্বাহী পরিষদের সহসভাপতি লুনা সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রামেন্দু দাস পলাশ, অর্থ সম্পাদক হিমেল অনার্য, দপ্তর সম্পাদক ফারজানা আফরিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরজাহান আক্তার কেয়া, নির্বাহী সদস্য আনিসা জামান চাঁপা, রফিকুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, মামুন খন্দকার রানা।