‘আমার পেশায় আমিই সেরা’ রম্য বিতর্ক ইসলামী বিশ্ববিদ্যালয়ে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয়ের মাস উপলক্ষে সাদ্দাম হোসেন হলে আয়োজন করা হয়েছিল রম্য বিতর্ক। গত সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় সাদ্দাম হোসেন হলের পত্রিকা স্ট্যান্ডে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি দিদারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সিনিয়র সদস্য মঞ্জুরুল ইসলাম নাহিদ। বিচারকের দায়িত্ব পালন করেন হল ডিবেটিং সোসাইটির সহসভাপতি আবু সোহান ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাজমুল হক জায়িম।

‘আমার পেশায় আমিই সেরা’ রম্য বিতর্কে অংশ নেন মো. শান্ত শিশির (চিকিৎসক), ইলিয়াস হোসেন (মলম বিক্রেতা), মোস্তাফিজুর রহমান (আইনজীবী), আবদুল্লাহ আল মাসুদ (শিক্ষক), রাসেল আহমেদ (বই বিক্রেতা), আবুল বাশার (ব্যবসায়ী), মুহাম্মদ হাম্মাদ (কৃষক)। বিতর্কে সেরা পেশা হিসেবে বিজয়ী হন চিকিৎসক (মো. শান্ত শিশির)।

বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম নাহিদ বলেন, ‘পেশা হিসেবে সব পেশার সমান গুরুত্ব রয়েছে। একটি অপরকে ছাড়া কখনো চলতে পারে না। তাই আমাদের বিভেদ ভুলে সব পেশাকে সমান দৃষ্টিতে দেখা উচিত।’ তিনি ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রাখা সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির প্রতি।