যুক্তিতে জ্বলুক তারুণ্য—চলনবিলজুড়ে বিতর্কের উৎসব
‘যুক্তিই হোক তারুণ্যের সৌন্দর্য, যুক্তিই হোক তারুণ্যের শক্তি’ স্লোগানে উজ্জীবিত হয়ে অনুষ্ঠিত হলো চলনবিল আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫। নওগাঁর জিন্দানী ডিগ্রি কলেজ অডিটরিয়ামে ২৫ ও ২৬ জুলাই দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে সামিরন স্মৃতি গণপাঠাগার ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবি)।
চলনবিল অঞ্চলের মোট আটটি স্কুল এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। যুক্তির তীব্র লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় হান্ডিয়াল উচ্চবিদ্যালয়, চাটমোহর, পাবনা ও রানার্সআপ হয় মাদার বাড়ীয়া উচ্চবিদ্যালয়, ভাঙ্গুড়া, পাবনা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দলনেতা মোছা. তাসফিয়া খন্দকার।
‘নাগরিক সংবাদ’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাবরিনা নাজ বলেন, বিতর্ক প্রতিযোগিতা কেবল কথার লড়াই নয়, এটি নতুন প্রজন্মের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম। এ আয়োজনের প্রধান সমন্বয়কারী ও সভাপতির দায়িত্বে ছিলেন সামিরন স্মৃতি গণপাঠাগারের পৃষ্ঠপোষক খায়রুজ্জামান মুন্নু।