ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন এফ রহমান ডিবেটিং ক্লাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পঞ্চম রোকেয়া বিতর্ক উৎসব-২৩–এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ডিবেটিং ক্লাব। বিতর্কে রানারআপ হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব।
গত শনিবার বিকেলে ঢাবির টিএসসি মিলনায়তনে আয়োজিত ফাইনালে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবকে ৮-১ ব্যালটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্যার এ এফ রহমান হল ডিবেটিং ক্লাব। ফাইনাল পর্বে শ্রেষ্ঠ বিতার্কিক এফ রহমান ডিবেটিং ক্লাবের মুবিন মজুমদার।
প্রথম রাউন্ডে সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাব, দ্বিতীয় রাউন্ডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং ক্লাব, কোয়ার্টার ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন ও সেমিফাইনালে বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় এফ রহমান ডিবেটিং ক্লাব।
ফাইনাল পর্বে বিতর্কের বিষয় নির্ধারিত হয়—‘এ সংসদ বিশ্বাস করে লাবণ্যের প্রত্যাখ্যানই নারী জাগরণ।’
প্রতিযোগিতায় সরকারি দলের হয়ে বিতর্ক করেন বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের আসিফ আদনান অমি, মোহাম্মদ রহমতুল্লাহ ও মোহাম্মদ নাজমুল হাসান। বিরোধী দলের হয়ে বিতর্ক করেন এফ রহমান ডিবেটিং ক্লাবের রায়হান উদ্দীন, মুবিন মজুমদার ও সালেহীন ইবনে কবির।
৭ ও ৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের বিতর্ক সংগঠন রোকেয়া বিতর্ক অঙ্গন পঞ্চমবারের মতো আয়োজন করেছে জাতীয় বিতর্ক উৎসব। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি ক্লাব।
প্রতিযোগিতাটি নক আউট পদ্ধতিতে পরিচালিত হয়। বিঞ্জপ্তি