চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুলের চেতনায় আলোকিত বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ আগস্টে বেলা ১১টায় বাঙালি জাতির শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের কয়েক শ দুর্লভ ছবিসংবলিত একটি নান্দনিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মুনতাসীর মামুন। দ্বিতীয় পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘নজরুলের চেতনায় আলোকিত বঙ্গবন্ধু’ শীর্ষক গুরুত্বপূর্ণ একটি সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কলকাতার ছায়ানটের সভাপতি ও বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী সোমঋতা মল্লিক।
উল্লেখ্য, সেমিনারে প্রবন্ধকার সোমঋতা মল্লিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর দীর্ঘ সুলিখিত ও দুর্লভ তথ্যসংবলিত বক্তব্য তুলে ধরেন। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, গোটা জাতির জন্য গৌরবের বিষয় নিঃসন্দেহে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নুর আহমদ। এ আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার মুনতাসীর মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ বশির আহাম্মদ।
তৃতীয় পর্বে সংগীত পরিবেশন করেন ভারত থেকে আগত ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক; সহযোগিতায় সংগীত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া পুরো অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মিশকাত উল মমতাজ।