রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপিত

‘ঊর্ধ্বপানে চলি, আকাশেরে ছাড়ি’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী জমকালো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস ২০২৩ উদ্‌যাপন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। গত শুক্রবার বিকেলে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের প্রথম দিনের কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবন-৩–এ গিয়ে শেষ হয়।

এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩–এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাহ আজম। পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. শাহ আজম বলেন, ‘বাঙালি জাতীয়তাবাদ ও বাঙালিত্বের চেতনা উজ্জীবিত করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর যৌথ অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নতুন শিক্ষা–সংস্কৃতি নির্মাণের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কাজ করছে। এ ধারায় শীতের শুরুতে আমরা একটি উৎসব আয়োজন করছি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে দুই দিনব্যাপী “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসব”–এর আয়োজন করছে, যা আমার জন্য অত্যন্ত আনন্দের। “ঊর্ধ্বপানে চলি, আকাশেরে ছাড়ি”শীর্ষক স্লোগান সামনে নিয়ে আয়োজিত এ উৎসবের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আমরা শিক্ষা, গবেষণা ও মানবিক উন্নয়নে বদ্ধপরিকর।’

উৎসবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শাহজাদপুর ও সিরাজগঞ্জের গুণীজন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধি এবং সিরাজগঞ্জ ও শাহজাদপুরের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপাচার্য মো. শাহ আজম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের কর্মসূচি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন অঙ্গনের মানুষের উপস্থিতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ আয়োজনকে করেছে বর্ণাঢ্য।

লেখক: শিক্ষার্থী