বাসাবো বালুর মাঠে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব

মহাষষ্ঠী পূজা উদ্‌যাপন। বাসাবো বালুর মাঠ, সবুজবাগ, ঢাকাছবি: মহামায়া মৈত্রী সংসদের সৌজন্যে

মহামায়া মৈত্রী সংসদের আয়োজনে রাজধানীর সবুজবাগের বাসাবো বালুর মাঠে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। গত বুধবার ষষ্ঠী থেকে শুরু হয়েছে নানা আয়োজন। গত বৃহস্পতিবার মহাসপ্তমী পূজা উদ্‌যাপন করা হয়। গতকাল শুক্রবার আয়োজন করা হয় মহা অষ্টমীর। আজ শনিবার নবমীতে নানা আয়োজন রয়েছে।

দুর্গোৎসবের মহাসপ্তমীতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও
ছবি: মহামায়া মৈত্রী সংসদের সৌজন্যে

মহাসপ্তমীতে সকালে সপ্তমীবিহিত পূজা, অঞ্জলি প্রদান ও পরে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আলোকসজ্জা, আরতি ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন মহামায়া মৈত্রী সংসদের সভাপতি সুকুমার বিকাশ নাথ, সাধারণ সম্পাদক মানিক রায় চৌধুরী, প্রধান সমন্বয়ক বাবু দীপক চন্দ্র দাস ও উপদেষ্টা জীবন কুমার সাহা।

দুর্গোৎসবে আলোকসজ্জা
ছবি: মহামায়া মৈত্রী সংসদের সৌজন্য