লালমনিরহাটের কালীগঞ্জে এসএসসি-৯৫ ব্যাচ ৩০ বছরপূর্তিতে শিক্ষার্থীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি-৯৫ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। অনুষ্ঠানের আহ্বায়ক এ এস এম রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুর রশীদের নেতৃত্বে ‘কালীগঞ্জ ফ্রেন্ডস ৯৫ যেখানে প্রাণের স্পন্দন সেখানে’ স্লোগানে দিনব্যাপী শুরু হয় এই মিলনমেলা। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে মেতে ছিলেন এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরা। তাঁরা আনন্দ শোভাযাত্রা শেষে স্মৃতি রোমন্থনে আনন্দ-বেদনাকাতর হন।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
সকালে তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে তুষভান্ডার বাজার এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে এসএসসি ১৯৯৫ ব্যাচের ৩০ বছরপূর্তিতে পরিচিতি পর্ব, স্কুলজীবনের স্মৃতিচারণা ও আলোচনা সভা শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সদস্যদের মধ্যে পলাশ, রাসেল, পংকজ, বাবু, সুজন, তপন, আংগুর, কল্লোলসহ এসএসসি–৯৫ ব্যাচের শিক্ষার্থীরাসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি