নজরুল বিশ্ববিদ্যালয়ে আহমদ ছফার ওপর পাঠচক্র
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অরণ্য উন্মুক্ত পাঠাগারের পক্ষ থেকে বাঙালি লেখক ও বুদ্ধিজীবী আহমদ ছফার জন্মদিন (গত ৩০ জুন) উপলক্ষে পাঠচক্রের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পাঠচক্রটি মূলত ‘একজন আলি কেনানের উত্থান-পতন’-এর থাকলেও পরে এটি কেবল একটি বইয়েই সীমাবদ্ধ ছিল না। আহমদ ছফার সংক্ষিপ্ত জীবনীসহ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তা ছাড়া সংক্ষিপ্তভাবে প্রাসঙ্গিকতায় ‘বাঙালি মুসলমানের মন’, ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’, ‘সূর্য তুমি সাথী’, ‘ওঙ্কার’, ‘গাভী বিত্তান্ত’, ‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’ ইত্যাদি গ্রন্থগুলো নিয়েও আলোচনা হয়েছে।
আহমদ ছফা ছিলেন বাঙালি লেখক ও বুদ্ধিজীবী। জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক ও সলিমুল্লাহ খানসহ আরও অনেকের মতে, মীর মশাররফ হোসেন ও কাজী নজরুল ইসলামের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি মুসলমান লেখক হলেন আহমদ ছফা। তিনি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণকাহিনী মিলিয়ে ৩০টির বেশি গ্রন্থ রচনা করেছেন তিনি। আহমদ ছফার বুদ্ধিবৃত্তিক লেখা আগামী প্রজন্মের জন্য প্রেরণা স্বরূপ। মানুষ সময়ের সঙ্গে সঙ্গে আহমদ ছফাকে গুরুত্ব দিচ্ছে। পঠিত হচ্ছে তাঁর লেখা।
পাঠচক্র ইংরেজি ভাষা ও সাহিত্যের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মুক্তাদির এবং হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক নাহিদুল ইসলামের উপস্থিতিতে মুখর হয়েছিল। তা ছাড়া উপস্থিত ছিলেন পাঠচক্রটির আহ্বায়ক বাংলা সাহিত্য বিভাগের শিক্ষার্থী আমিনা সরকার এবং অরণ্য সংগঠনের কর্ণধার আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী জেনাস ভৌমিক।