বিজয়ফুল শুধু একটি কর্মসূচি নয়, একটি আন্দোলন

বিজয়ফুল তিনটি উদ্দেশ্য নিয়ে কাজ করে, একটি প্রজন্ম যাঁরা মুক্তিযুদ্ধ দেখেছেন, আরেক প্রজন্ম যাঁরা মুক্তিযুদ্ধ দেখেননি আর একটি প্রজন্ম যাঁরা মুক্তিযুদ্ধ সম্পর্কে নানা ভুল জেনেছেন। আমরা সেসব প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বীরত্ব কথাগুলো তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছি। গতকাল সোমবার বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানের ‘ক্লাব ৮৯ লিমিটেড’–এ অনুষ্ঠিত বিজয়ফুলের পরিকল্পনা সভায় বিজয়ফুলের উপদেষ্টা, অর্থনীতিবিদ সেলিম জাহান এ কথা বলেন।

সেলিম জাহান আরও বলেন, বিজয়ফুল শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি আন্দোলন। ছোট পরিসরে এর যাত্রা শুরু হলেও এটি ছড়িয়ে দিতে হবে।

বিজয়ফুলের উদ্যোক্তা ও কবি শামীম আজাদের সভাপতিত্বে নানা কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বিজয়ফুলের শুভেচ্ছাদূত মাহফুজুর রহমান, সদস্য জুলহাস উদ্দিন, শরীফ নিজাম, আবু সাঈদ, মিজানুর রহমান, রাহে মদিনা কারি, নাসরিন আক্তার, আলিমুজ্জামান, তাসরিন আহমেদ প্রমুখ।