ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড অনুষ্ঠিত
বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির (বিপিএস) উদ্যোগে দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশে আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণদের নিয়ে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। বিপিএসের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুর নাহার। সম্মানীয় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়টির আবহাওয়াবিদ্যা বিভাগের শিক্ষক তৌহিদা রশিদ, চেঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন খান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক চৌধুরী আখতার আসিফ প্রমুখ।
অলিম্পিয়াডে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্যায়ে প্রথম হন বাংলাদেশে ইউনিভার্সিটি অব প্রফেশনালের শিক্ষার্থী শিফাত আয়শা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রাহামনি খানম হন দ্বিতীয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা করিম তৃতীয় স্থান অর্জন করেন। প্রথম স্থান অধিকারী ৩০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ২০ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারী ১০ হাজার টাকা সম্মাননা পুরস্কার পান। এ ছাড়া তাঁদের সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। পরিবেশ-প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে। পরিবেশ সুরক্ষায় তরুণ সমাজকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন বক্তারা।