ডা. আফজালুর আমেরিকান কলেজ অব কার্ডিওলজির স্টিয়ারিং কমিটির সদস্য হলেন

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আমেরিকান কলেজ অব কার্ডিওলজির টাস্কফোর্স স্টিয়ারিং কমিটির সদস্য হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদ্‌রোগ গবেষক ডা. মো. আফজালুর রহমান।

বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ডা. মো. আফজালুর রহমান বাংলাদেশের একজন প্রখ্যাত হৃদ্‌রোগ গবেষক এবং ইন্টারভেনশনাল হৃদ্‌রোগবিশেষজ্ঞ। দেশে–বিদেশে বহুল প্রশংসিত এই হৃদ্‌রোগবিশেষজ্ঞ নতুন প্রজন্মের হৃদ্‌রোগবিশেষজ্ঞদের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও অধ্যাপক। তিনি বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কোর্স ডিরেক্টর এবং জার্নাল অব ইনভেসিভ অ্যান্ড ক্লিনিক্যাল কার্ডিওলজির প্রধান সম্পাদক।

আমেরিকান কলেজ অব কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সম্মিলিত টাস্কফোর্স কমিটি বিশ্বব্যাপী হৃদ্‌রোগ চিকিৎসার ওপর গবেষণা এবং চিকিৎসা নির্দেশিকা প্রণয়নে বিশেষভাবে কাজ করে থাকে। ইতিমধ্যে এসব চিকিৎসা নির্দেশিকা অনুসরণ করে বাংলাদেশের হৃদ্‌রোগ চিকিৎসাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হয়েছে। এসব চিকিৎসা নির্দেশিকা বাংলাদেশের হৃদ্‌রোগ বিশেষজ্ঞরা ব্যাপকভাবে অনুসরণ করেন।