কক্সবাজারে ইউএসএআইডির অর্থায়নে দুর্যোগ আশ্রয়কেন্দ্র ও বিদ্যালয়ের উদ্বোধন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র ও স্কুল ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) মিশন ডিরেক্টর রিড এশলিম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এটি উদ্বোধন করেন। কেয়ার বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বগাচতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।
কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, গ্রাউস মিলিতভাবে এ প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পে মোট খরচ হয় ১৩ মিলিয়ন মার্কিন ডলার। ইউএসএআইডির অর্থায়নে কক্সবাজার ও বান্দরবান জেলায় নির্মিত ২৫টি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের মধ্যে নতুন সুবিধাটি অন্যতম। একটি আধুনিক স্কুল ভবনের পাশাপাশি তিন তলাবিশিষ্ট আশ্রয়কেন্দ্রটিতে ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য দুর্যোগের সময় ৫০০ মানুষ আশ্রয় দিতে সক্ষম হবে।
আশ্রয়কেন্দ্রে একটি হাসপাতালের বিছানাসহ একটি প্রাথমিক চিকিৎসা কক্ষ, একটি হুইলচেয়ার প্রবেশযোগ্য র্যাম্প, গোসলের জায়গা, একটি গভীর নলকূপ, বৃষ্টির পানি সংগ্রহের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ এবং সৌরশক্তির মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে।
এই ২৫ কেন্দ্রে সাড়ে ১১ হাজারের বেশি মানুষ আশ্রয় নিতে পারবেন। আবার মোট সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর শিক্ষার ব্যবস্থা হবে। শিক্ষার্থীদের শিখন অভিজ্ঞতা বাড়ানোর জন্য শ্রেণিকক্ষগুলো আধুনিক আসবাব ও সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত।
প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুল হাসান বলেন, ‘এ ধরনের উদ্যোগ সহনশীল সম্প্রদায় গড়ে তোলা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সম্পূরক। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার পদ্ধতিগত পদক্ষেপ, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন এবং ইউএসএআইডির মতো আমাদের উন্নয়ন সহযোগী এবং কেয়ার বাংলাদেশ, গ্রাউস, সেভ দ্য চিলড্রেন ইত্যাদির মতো এনজিও অংশীদারদের প্রশংসামূলক সহায়তার কারণে সম্ভব হয়েছে।’
ইউএসএআইডি মিশন ডিরেক্টর রিড এশলিম্যান বলেন, ‘নতুন স্থাপনাটি মানুষকে দুর্যোগ কাটিয়ে উঠতে এবং তাদের নিজেদের জন্য আরও মজবুত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অংশীদারত্বের প্রতীক।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম।