অধ্যাপক ইউনূস ও ছাত্রনেতাদের প্রতি একশনএইডের চিঠি

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে খোলাচিঠি দিয়েছে উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষে আজ বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন নির্বাহী পরিচালক ফারাহ কবির। তিনি বলেন, এই সন্ধিক্ষণে অগ্রাধিকার হচ্ছে আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করা, শাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করা এবং অর্থনীতিকে স্থিতিশীল করা। এর পাশাপাশি, প্রান্তিকীকরণ এবং বর্জনের বিষয়গুলো সমাধানের বিষয়টিও মনে রাখার অনুরোধ জানাচ্ছি।

ফারাহ কবির বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও বৈষম্যের সংস্কৃতি থেকে সরে যেতে এবং পিতৃতন্ত্রের অবসান ঘটাতে সরকারি পরিষেবা ও অফিসগুলোকে আরও জেন্ডার সংবেদনশীল হয়ে উঠতে সহায়তা করা দরকার। নারী, প্রান্তিক জনগোষ্ঠী ও সংখ্যালঘুদের অবদান এবং অন্তর্ভুক্তির বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করা হয়নি। তাদের যে সম্ভাবনা রয়েছে, তার স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণকারী প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ।

ফারাহ কবির বলেন, ‘জেন্ডারভিত্তিক সহিংসতা, সমাজের ক্ষতিকর নিয়মকানুন ও চর্চাগুলো মোকাবিলা করে একটি নতুন বাংলাদেশ গড়তে সমাজের সর্বস্তরে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিতে হবে। আমরা আশা করি, ছাত্রনেতারা, আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকার কোনো প্রকার সহিংসতাকে প্রশ্রয় দেবে না।’